ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

মাইথনের নাকা পয়েন্টে পুলিশের কড়া নজরদারি,তল্লাশি

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, মাইথন:-

নতুন বছরের প্রথম রবিবার দিন মাইথন পর্যটন কেন্দ্রে উপচে পড়ে পর্যটকদের ভিড়।
সেই ভিড়ে মাইথন পর্যটন কেন্দ্রের পিকনিক স্পটের নির্ধারিত নিয়মাবলি বজায় রাখার জন্য সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাসের নেতৃত্বে মাইথন কল্যানেশ্বরী নাকা পয়েন্টে কড়া নজরদারি দেখা গেলো,এইদিন মাইথনে পিকনিক করতে আসা পর্যটকদের গাড়ি দাঁড় করিয়ে চালানো হলো তল্লাশি বাজেয়াপ্ত করা হলো থার্মাকলের পাতা,গ্লাস,বাটি সহ মদের বোতল এবং বক্স ও ডিজের জেক পিন ও গ্রেপ্তার করা হয় কয়েক জন নেশাগ্রস্থ মানুষকে।


তাছাড়া মাইথনে পিকনিক করতে আসা পর্যটকদের সচেতন করতে মাইকিং এর মাধ্যমে প্রচার করে যেমন সন্ধ্যা ৪টার পর পিকনিক স্পট ছেড়ে দিতে ও নৌকায় লাইফ জ্যাকেট ব্যাবহার অনিবার্য,নেশা জাতকদ্রব ব্যাবহার না করতে।

Leave a Reply