আসানসোলে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস্ কাউন্সিলের উদ্যোগে দুঃস্থদের শীতবস্ত্র ও খাবার বিলি
বেঙ্গল মিরর, . রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৬ জানুয়ারিঃ আসানসোলে সমাজসেবী সংগঠন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস্ কাউন্সিলের তরফে দুঃস্থ মানুষ দের হাতে শীতবস্ত্র ও খাবার তুলে দেওয়া হয়। বুধবার দুপুরে আসানসোলের এসবি গরাই রোডের ষষ্ঠী নারায়ণ গরাই স্মৃতি ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায়, উইংস এন্ড ক্লজের চন্দনা মুখোপাধ্যায়, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস্ কাউন্সিলের রাজ্য সম্পাদক মিঠু মুখোপাধ্যায়, তৃপ্তি চট্টোপাধ্যায়, শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, সম্রাট সিনহা জানু তরফে সুপ্রতীক মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। সংগঠনের চেয়ারম্যান বলেন, সদস্য মৃণাল দত্তের জন্মদিন ছিলো এদিন। ঐ সদস্য তার জন্মদিন উপলক্ষে শতাধিক দুঃস্থ মানুষ দের হাতে শীতবস্ত্র ও খাবার তুলে দিয়েছে। সংগঠন দু বছরের বেশী সময় ধরে ফুড ব্যাঙ্ক ও আরোগ্যর মতো প্রকল্পের সাহায্যে সারা বছর ধরে দুঃস্থ মানুষ দের পাশে থাকে। আগামী দিনেও এইভাবেই তাদের পাশে থাকবে।