ASANSOL

ABVP – র মিছিল, রাজ্য সরকারকে নিশানা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :

এবিভিপির সমাবেশ, রাজ্য সরকারকে লক্ষ্য করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(ABVP), আসানসোল বিএনআর মোড় থেকে আসানসোল বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন দাবির সমর্থনে মিছিল করে। মিছিল শেষে সিটি বাসস্ট্যান্ডের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়।সভার পরে একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। সমীর সাউ, সত্যবল শুক্লা, পবন পান্ডে, অন্তু কোনার, শুভ গাঙ্গুলি, পার্থ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে অখিল ভারতীয় ছাত্র পরিষদের রাজ্য সহ-সচিব স্বর্ণেন্দু চক্রবর্তী বলেন, রাজ্যের নারীদের সুরক্ষা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা উচিত। আমাদের ভিক্ষা না করে শিক্ষা দরকার। রাজ্যে শিক্ষিত বেকারদের বিলম্ব না করে চাকরি দিতে হবে।রাজ্যে শিক্ষার মান উন্নত করতে হবে। তিনি বলেন, রাজ্যের অশান্তি বন্ধ করতে হবে। গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে হবে। মুসলিম ধর্মকে অগ্রাধিকার দিলে তা বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *