Bengali NewsPoliticsPURULIA-BANKURA

মানুষের প্রশ্ন মুখে পড়লেন দিলীপ, মুখ্যমন্ত্রী কে কটাক্ষ

বেঙ্গল মিরর, পুরুলিয়া : পুরুলিয়ায় লোকাল ট্রেন চলছে না কিছু বলুন? পুরুলিয়ায় প্রাতঃভ্রমণে বেরিয়ে পথচলতি মানুষের প্রশ্ন মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষl পাল্টা সেই উত্তরে সাংবাদিক দের বল্লেন ‘পুরুলিয়ার মানুষ লোকাল ট্রেনের উপর নির্ভর নয়’। বুধবার এভাবে জেলার অন্যতম সমস্যা লোকাল ট্রেন চালুর দাবি কে উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ l

বুধবার একদিক কর্মসূচি যোগদিতে পুরুলিয়া সফরে এসেছিলেন বিজেপির এই শীর্ষ নেতা l এদিন সকালে পুরুলিয়া সাহেব বাঁধে প্রাতঃভ্রমণে বেরান কর্মী সমর্থক দের নিয়ে l এদিন প্রাতঃভ্রমণ করার সময় হটাৎ এক পথচারি দিলীপ ঘোষ কে প্রশ্ন করেন,পুরুলিয়া লোকাল ট্রেন চলছে না কিছু বলুন?
প্রশ্নশুনে কার্যত অস্বতিতে পরেন দিলীপ বাবু l কেও কিছু বুঝে ওঠার আগে সোজা হাট তে শুরু করে দেন দিলীপ বাবু l
এদিন সেই প্রসঙ্গে সাংবাদিক রা যখন প্রশ্ন করেন, তখন দিলীপ বাবু বলেন,কোলকাতার মানুষ ট্রেন এর উপর নির্ভর l তাই সেখানে ট্রেন চলেছে l পুরুলিয়া মানুষ ট্রেন এর উপর নির্ভর নেই l বলে জানান l

প্রসঙ্গত পুরুলিয়া লকডাউন শিথিল হতেই লোকাল ট্রেন চালানো নিয়ে জোড়ালো দাবি ওঠে l কারন প্রান্তিক জেলার কম খরচের যাতায়াত অন্যতম সাধন লোকলা ট্রেন l সম্প্রতি কয়েকটি ট্রেন চালু হলেও এখনও সামগ্রীক ভাবে ট্রেন চালু হয়নি lএদিন প্রাতঃভ্রমণে পরে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড একটি চায়ের দোকানে চায় পে চর্চা এ যোগদান দিলীপ ঘোষl

মুখ্যমন্ত্রীর প্রতি শ্লেষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

ঠ্যালায় পড়ে এখন লাইনে দাঁড়াতে হচ্ছে।আর আমাদের নেতারা রাস্তায় আছেন।উনি মানুষের কাছ থেকে দূরে সরে গেছেন। তাই এই নাটকবাজী। আজ এই ভাষাতেই মুখ্যমন্ত্রী র প্রতি শ্লেষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
দিলীপ বাবুর দাবি তৃণমূল এ সুরের কোন চর্চা নেই। ওখানে ক্যা ক্যা গান গাওয়া হয়।ওখানে বেসুরো গাইছে যারা আমাদের দলে এলে সুর শিখিয়ে দেওয়া হবে। শোভন বৈশাখী নিয়ে দলের অস্বস্তি ঢাকতে দিলীপের সাফাই ওনারা নতুন এসেছেন,আমাদের সুরে সুর মেলাতে পারেননি। মেলালেই ঠিক হয়ে যাবে।
গত রাতেই জেলায় এসে পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি। আজ সকালে মর্নিং ওয়াক সেরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দেন তিনি।
আজ ভারত সেবাশ্রম এর একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।এরপর দুপুরে দিলীপ বাবু ঝালদায় একটি রোড শো তে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *