ASANSOLBengali News

আসানসোলের কাল্লার ঘটনায় চাঞ্চল্য,বন্ধ পাথর খাদানে পড়লো দুই কিশোরী

উদ্ধারে পুলিশ ও দমকল

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৭ জানুয়ারিঃ বন্ধ হয়ে থাকা পাথর খাদানে পড়ে গেলো দুই কিশোরী । বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কাল্লা মাঝি পাড়ায়। বৃহস্পতিবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী সেখানে আসে। জেলা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরির দলকে ডেকে পাঠানো হয়েছে। এলাকার বাসিন্দারা পাথর খাদান এলাকায় ভিড় করেন। পাথর খাদানে জল ভর্তি রয়েছে। অনেক গভীর এই খাদানে দুই কিশোরীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানায়, তলিয়ে যাওয়া দুই যুবতীর নাম হলো নীশা কুমারী (২০) ও সিম্পি কুমারী(১৯)। নীশা ও সিম্পির বাবার নাম বীরেন্দ্র যাদব ও জনার্দন যাদব।


দুই কিশোরীর পরিবারের তরফে বলা হয়েছে, অন্যদিনের মতো বুধবার রাতে বাড়িতে অদূরে বন্ধ হয়ে থাকা পাথর খাদানের কাছে নীশা ও সিম্পি কুমারী শৌচকর্ম করতে যায়। তারপর তারা আর ফিরে আসেনি। বাড়ির লোকেদের অনুমান, কোনভাবে তারা ঐ খাদানে পড়ে গিয়ে জলে তলিয়ে যায়। জানা গেছে, দুজনেরই বাড়িতে শৌচালয় নেই। বাড়ে সবাইকে খোলা মাঠে শৌচকর্ম করতে যেতে হয়।
প্রসঙ্গতঃ, এই পশ্চিম বর্ধমান জেলা ওডিএফ ফ্রী জেলার তকমা পেয়েছে।
দুপুর একটা পর্যন্ত দুই কিশোরীর খোঁজ পাওয়া যায় নি। পুলিশ জানায়, খাদানে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *