Bengali NewsPolitics

অন্ডালে কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে নেমে পূর্ব বর্ধমান গেলেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা

দিল্লি ফিরবেন রাতেই, স্বাগত জানালেন দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয় ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, অন্ডাল, ৯ জানুয়ারিঃ নির্ধারিত সময়ের এক ঘন্টারও বেশি সময় পরে শনিবার বেলা বারোটার পরে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে নামলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি দিল্লি থেকে সরাসরি বিমানে। তার সঙ্গে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি শিবপ্রকাশ। জেপি নাড্ডাকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দূর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

এছাড়াও ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই, মহিলা মোর্চার জেলা সভানেত্রী পাপিয়া পাল, যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায়, অপূর্ব হাজরা, প্রশান্ত চক্রবর্তী ও সৌরভ শিকদার।
অন্ডাল থেকে চপারে জেপি নাড্ডা চপারে পূর্ব বর্ধমানের কাটোয়া চলে যান।


বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ ঘোষ বলেন, এদিন পূর্ব বর্ধমানে অনেক রাজনৈতিক কর্মকাণ্ড আছে। দিন কয়েক আগেই অভিষেক বন্দোপাধ্যায় দিলীপ ঘোষকে গুন্ডা ও কৈলাশ বিজয়বর্গীয় সহ অন্য রাজ্যের নেতাদেরকে বহিরাগত বলে আক্রমণ করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ও বাচ্চা ছেলে। তাই এইসব বলছে। একটু বয়স হলে এইসব কিছু আর বলবে না।

২০২১ সালে বাংলা থেকে তৃনমূল কংগ্রেস নির্মূল হয়ে যাবে


আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয়ও এদিন রাজ্য সরকারকে নানা ইস্যুতে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ২০২১ সালে বাংলা থেকে তৃনমূল কংগ্রেস নির্মূল হয়ে যাবে। এই রাজ্যে তো তৃনমুল কংগ্রেস বোমা শিল্প তৈরী করেছে।
একদিনের কয়েক ঘন্টার ঝটিকা সফর শেষে এদিন রাতে জেপি নাড্ডা অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বিমানে দিল্লি ফিরে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *