Bengali NewsDURGAPUR

জোট সরকার গঠন করবেই : তরুণ রায়

বেঙ্গল মিরর, দুর্গাপুর: আজ দুর্গাপুরে প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়ের উদ্যোগে দুর্গাপুর মহকুমা কংগ্রেস কর্মীদের নিয়ে পংতি ভোজনের মাধ্যমে এক অভিনব কায়দায় কংগ্রেস কর্মী দের উৎসাহিত করার চেষ্টা করা হয় ।, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌম্যদীপ্ত রায় , পূর্ণেন্দু পাণ্ডা, রানা সরকার সহ দুই শতাধিক জেলা কংগ্রেস নেতৃত্ব ও কর্মী বৃণদগন, তরুণ বাবু এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন ” গত ২০২০ সালে করনা ভাইরাসের জন্য অনেক কাছের মানুষকে আমরা হারিয়েছি, সর্ব শক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি ২০২১ সালে যেন মানবজাতি এই মারন রোগ থেকে মুক্তি পায়”, তিনি আর বলেন “আমাদের পূর্ন বিশ্বাস আসন্ন বিধানসভা নির্বাচনের কংগ্রেস ও বামফ্রন্ট জোট সরকার গঠন করবেই এবং মুখ্যমন্ত্রী হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *