ASANSOLBengali NewsDURGAPUR

BSNL সদর দফতর আসানসোল থেকে স্থানান্তর হচ্ছে না দূর্গাপুরে, আটকালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Babul Supriyo

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত , আসানসোল, ১৪ জানুয়ারিঃ কথা দিয়েছিলেন বিএসএনএলের BSNL স্থানান্তর সংক্রান্ত সমস্যা মেটাবেন। চেষ্টা করবেন, সেই স্থানান্তর যেন আটকানো যায়। সেই কথা রাখলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয় Babul Supriyo ৷ টুইট করে নিজেই সেই কথা জানান তিনি৷


সাংসদ বলেন, আসানসোলেই থাকবে বিএসএনএলের হেডকোয়ার্টার বা সদর দফতর৷ তা দূর্গাপুর যাওয়া থেকে আটকানো হয়েছে। বেশকিছু দিন আগে বাবুল সুপ্রিয় জানতে পারেন, আসানসোল থেকে বিএসএনএলের সদর দফতর দুর্গাপুরে স্থানান্তর বা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে৷ সদর দফতর সরানো নিয়ে আপত্তি ছিল সব শ্রমিক সংগঠন ও অ্যাসোসিয়েশন অফ বিএসএনএলের সদস্যদের৷ তারাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন৷ সেই আবেদনে সাড়া দেন বাবুল সুপ্রিয়৷


বাবুল সুপ্রিয় বিষয়টি নিয়ে চিঠি লিখে বিএসএনএলের সিএমডি পিকে পুরওয়ারকে জানান৷ আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রীর কাছ থেকে চিঠি পাওয়ার পরই ইউনিয়নের অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেন তিনি৷ জানা গেছে এরপর ২০২০ সালের ৯ ডিসেম্বর সেই কমিটির বৈঠক হয়৷
সব পক্ষের বক্তব্য শোনার পর কমিটির বৈঠকে ঠিক হয়, সংস্থার সদর দফতর আসানসোল থেকে দূর্গাপুর সরানোর কোনও প্রয়োজন নেই৷ সিএমডি পিকে পুরওয়ার বিজেপি সাংসদকে আশ্বস্ত করে জানান, বিএসএনএলের সদর দফতর আসানসোল থেকে সরছে না৷ তারপর টুইট করে সেই খবরটি নিজেই দেন বাবুল সুপ্রিয়৷


তবে কি কারণে আসানসোলের মতো জেলা সদর থেকে কেন বিএসএনএলের সদর দপ্তর দূর্গাপুরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো, তা অবশ্য জানা যায় নি।

Leave a Reply