ASANSOLBengali NewsDURGAPUR

একমাস পরে জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি পদে বসানো হলো অপূর্ব মুখোপাধ্যায়কে

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৭ জানুয়ারিঃ ঠিক একমাস আগে গত ১৬ ডিসেম্বর দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতির পদ ছেড়েছিলেন জিতেন্দ্র তেওয়ারি। তার ঠিক একমাস পরে সেই পদে বসানো হলো দূর্গাপুরের তৃণমূল কংগ্রেসের নেতা অপূর্ব মুখোপাধ্যায়কে। এর আগে অপূর্ববাবু দূর্গাপুর পুরনিগমের মেয়র পদে ছিলেন। তিনি তৃনমুল কংগ্রেসের দূর্গাপুরের বিধায়কও ছিলেন। এবার বিধান সভা নির্বাচনের ঠিক আগে পশ্চিম বর্ধমান জেলার দলের সংগঠন ধরে রাখতে মমতা বন্দোপাধ্যায় তার উপরেই আস্থা রাখছেন। অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায় বর্তমানে দূর্গাপুর পুরনিগমের ডেপুটি মেয়র পদে আছেন।

এছাড়াও একইসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা কমিটি পুর্নগঠন করা হয়েছে। জেলার দলের কো-অর্ডিনেটরের সংখ্যা বাড়ানো হয়েছে। এরআগে জেলায় দুজন কো-অর্ডিনেটর ছিলেন। দূর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার কো-অর্ডিনেটর হয়েছেন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। রানিগঞ্জ ও জামুড়িয়ার কো-অর্ডিনেটর করা হয়েছে শ্রমিক সংগঠনের নেতা হরেরাম সিংকে। আসানসোল উত্তর ও দক্ষিণ বিধান সভার কো-অর্ডিনেটর হয়েছেন ভি শিবদাসন ওরফে দাসু। কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে কুলটি ও বারাবনি বিধানসভার জেলা কো-অর্ডিনেটর করা হয়েছে।

একইভাবে জেলার দুই মুখপাত্র হয়েছেন বিধায়ক তাপস বন্দোপাধ্যায় ও সদ্য আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ড থেকে বাদ পড়া অশোক রুদ্র। তাপস বন্দোপাধ্যায় ও অশোক রুদ্র আগে থেকেই জেলার মুখপাত্র আছেন।
তবে, জিতেন্দ্র তেওয়ারিকে দলের জেলার কোন পদে রাখা হয়নি। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

এখন দেখার জিতেন্দ্র তেওয়ারি কি করেন তাই দেখার। পশ্চিম বর্ধমান জেলার দলের জেলা সভাপতি পদের পাশাপাশি আসানসোল পুরনিগমের পুর প্রশাসক পদ একইসঙ্গে ছেড়েছিলেন। তবে, জিতেন্দ্র তেওয়ারি বলেন, আমাকে তো পদ থেকে সরানো হয়নি। আমি নিজেই জেলা সভাপতি ও আসানসোল পুরনিগমের পুর প্রশাসক পদ ছেড়েছিলাম। জেলা কমিটিতে না থাকলেও দলে তো আছি। দলের কাজ করছি। দলের বিধায়কও তো আছি। এই কমিটির উপর আমার পুরো আস্থা আছে। আমি তাদেরকে সবরকম সহযোগিতা করবো। তবে, রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন।

Leave a Reply