ASANSOLBengali NewsSPORTS

ক্রিকেট টুর্নামেন্ট মল্লিক ইলেভেন Champion

বেঙ্গল মিরর, আসানসোল:: আজ আসানসোল ইসমাইলে নেতাজি ময়দানে প্রতিমা সংঘের পরিচালনায় সীমিত ওভারের ২৩তম ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত হল ৷ গত ২৭শে ডিসেম্বর থেকে চলে আসা এই টুর্নামেন্টে আসানসোল এবং তার বাইরের মোট ১৬টি টিম অংশগ্রহণ করে ৷ ফাইনালে ওঠে আসানসোল বাজারের মল্লিক ইলেভেন এবং ইসমাইলের ড্রিম ইলেভেন ক্লাব ৷ ফাইনালে মল্লিক ইলেভেন ২১ রানে বিজয়ী হয় ৷ দুই দল রান করে যথাক্রমে ১৯১ এবং ১৬৯ ।


বিজয়ী এবং রানার্স টিমকে ট্রফি এবং যথাক্রমে ৩০ হাজার টাকা ও ২০ হাজার টাকা প্রদান করা হয় ৷ টুর্নামেন্টে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়ে মল্লিক ইলেভেন ক্লাবের ব্যাটসম্যান রাজেন পুরস্কার হিসাবে ৫০০০ টাকা পান ৷ ফাইনালে সেরা ক্রিকেটার ওই ক্লাবেরই জিমি ৷

অনুষ্ঠানের প্রধান অতিথি আইনজীবি অশোক দাস পুরস্কার বিতরণ করে বলেন, , তেইশ বছর ধরে একটি টুর্নামেন্ট পাড়ার ছেলেদের উদ্যোগে কোন সরকারী সাহায্য ছাড়াই এভাবে পরিচালনা করা গৌরবের বিষয় ৷
অন্য আর একজন অন্যতম অতিথি সমাজসেবী এবং শিক্ষক বিশ্বনাথ মিত্র এই প্রসঙ্গে প্রতিমা সংঘের প্রধান কর্ণধার নিমাই রুইদাসের ভূয়সী প্রশংসা করে বলেন, এই করোনা আবহেও তিনি প্রতিদিন মাঠে এত দর্শকের সমাবেশ ঘটিয়ে একটি টুর্নামেন্টকে যেভাবে চালালেন, তাতে কোন প্রশংসাই যথেষ্ট নয় ৷


অন্যদিকে নিমাইবাবু জানালেন, এবারের এই টুর্নামেন্টে মোট খরচ হয়েছে প্রায় লক্ষাধিক ৷ টাকা ৷ যার অধিকাংশই ক্লাবের শুভানুধ্যায়ীরা বরাবরের মত ব্যয়বহন করেছেন ৷
এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার মানুষের মধ্যে প্রতি বৎসর বিপুল উদ্দীপনার সৃষ্টি হয় ৷ এইবছরও প্রতিদিন শয়ে শয়ে দর্শক উপস্থিত হয়েছে ৷ আজকেও অন্তত এক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক হাজির ছিলেন ৷


অশোকবাবুরা ছাড়াও উপস্থিত ছিলেন হীরাপুর থানার এস আই তাপস ঘোষ, আইনজীবি অভিজিৎ মন্ডল, রমেন গাঙ্গুলী, ফণীভূষন সরকার, ডেকোরেটার্সের সেক্রেটারী উৎপল রায়চৌধুরী, অতনু চক্রবর্তী, বাপি তা, রমেশ রাম, কৌশিক কর্মকার প্রমুখ ৷

Leave a Reply