কৃষি আইনের কপি পুড়িয়ে প্রতিবাদ
বেঙ্গল মিরর, আসানসোল: “আওয়াজ” পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আজ আসানসোল হার্টন রোড মোড় বাস স্ট্যান্ডের সামনে জনবিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে, আসামে মাদ্রাসা শিক্ষা বন্ধ করার প্রতিবাদে, আমাদের রাজ্যে প্রতিযোগিতা মুলক সাম্প্রদায়িকতা র রাজনীতির বিরুদ্ধে জন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হীরাপুরের প্রাক্তন বিধায়ক মমতাজ হোসেন।
মুল বক্তব্য রাখেন আওয়াজ রাজ্য সম্পাদক ও প্রাক্তন সাংসদ অধ্যাপক সাইদুল হক ও আওয়াজ জেলা সম্পাদক নোমান আফসার খাঁন ও সভার অন্যতম আহ্বায়ক মহফুজল হাসান ও ইফতিখার নায়ার। এ ছাড়া বলেন সেন্ট্রাল গুরুদ্বার প্রবন্ধক কমিটির পক্ষে তাজিন্দার সিং ও গুরবিন্দার সিং, অধ্যাপক সামসুজ্জোহা, প্রাক্তন প্রধান শিক্ষক গোলাম রব্বানী সহ অন্যান্যরা। সভায় কয়েক শত মানুষ হাজির ছিলেন।
অধ্যাপক সাইদুল হক বলেন কেন্দ্র ও রাজ্য সরকার কিভাবে কৃষক বিরোধী অবস্থান নিয়েছেন, কিভাবে সারাদেশে ও রাজ্যে কৃষকের আত্মহত্যা বাড়ছে।আর মানুষের দৃষ্টিকে ঘোরাতে শাসক দল সাম্প্রদায়িকতার তাস খেলছে। তিনি আদানী আম্বানীর স্বার্থে রচিত জনবিরোধী ও কৃষক বিরোধী কৃষি কালাকানুন বাতিলের দাবি জানান। নোমান আফসার খাঁন আওয়াজ কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করে বলেন দেশের ও রাজ্যের ঐক্য ও সম্প্রীতি রক্ষা করতে পথে নেমে গনতান্ত্রিক মানুষের আন্দোলন গড়ে তুলতে হবে।সভা শেষে কৃষি আইনের কপি পোড়ানো হয়।