Bengali NewsWest Bengal

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব : কার্যালয়ে হামলা ও ভাঙচুর, জেলা সভাপতি কে মারধর

বেঙ্গল মিরর, বর্ধমান: বর্ধমানের ঘোড়দৌড় চটির বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর। দলের বিক্ষুদ্ধ গোষ্ঠীর লোকজন এদিন হামলা চালায়।মারধর করা হয় জেলা সভাপতি সন্দীপ নন্দীকেও।এদিন পূর্ব বর্ধমান জেলার নানা এলাকা থেকে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা জেলা কার্যালয়ে আসেন। তারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের ক্ষোভ জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ বেশ কিছু কার্যকর্তার বিরুদ্ধে।

এইসময় হঠাৎ অফিসিয়াল গোষ্ঠীর সঙ্গে বিক্ষুদ্ধদের বচসা বাধে। শুরু হয়ে যায় ধুন্ধমার কান্ড। বিজেপি অফিসে ভাঙ্গচুর শুরু হয়।অন্যদিকে অফিসের ছাদ থেকে ইট পাথর ভাঙ্গা আসবাবের টুকরো উড়ে আসতে থাকে। বিক্ষুব্ধদের অভিযোগ তারা পুরনো কর্মী।রক্ত দিয়েছেন। মার খেয়েছেন। কিন্তু যাদের সাথে লড়াই করে এসেছেন তাদের দলে নেওয়া হচ্ছে।তাদের কথা শোনা হচ্ছে না। দলে স্বেচ্ছাচারিতা চলছে। তারা বারবার সাংসদ থেকে দলীয় নেতৃত্ব সবাইকে জানিয়েছেন। কোনো ফল হয়নি।

তাদের আরো অভিযোগ আজ দলের অফিস থেকে অফিসিয়াল গ্রুপের লোকেরা তাদের প্রথম আক্রমণ করে। পূর্ব বর্ধমান জেলায় বিজেপি ততটা সংগঠিত ছিলনা। কিন্তু লোকসভা ভোট থেকে সংগঠন বাড়তে থাকে। লোকসভায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জয়ী হয় দল। কয়েকদিন আগেই স্বয়ং জে পি নাড্ডার রোড শোয়ে মানুষের ঢল নামে। তারপর এই ঘটনা রাজনৈতিক মহলকে অবাক করেছে।এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ লাঠিচার্জ করে অবস্থা নিয়ন্ত্রণে আনতে গেলে দু পক্ষ থেকেই পুলিশের উপর ইঁটবৃষ্টি করা হয় বলে অভিযোগ।এছাড়াও বেশ কয়েকটি বাইক ও একটি চারচাকা গাড়ি ভাঙচুর করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *