কাঠের দোকানে ভয়াবহ আগুন
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি :বারাবনি ব্লকের
দমহানি বাজারে একটি কাঠের দোকানে ভোর চারটে নাগাদ ভয়াবহ আগুন লাগে ঘটনায় দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে ততক্ষণ এর মধ্যে পড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার কাঠের জিনিস পুড়ে ছাই হয়ে যায় দোকানের মালিক চন্দন শর্মা জানান তেমনি বাড়িতে শুয়ে ছিলেন সেই টাইমে কিছু মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তারা বাইরে বোর্ডের নাম্বার দেখে তাকে ফোন করে জানায় এবং ঘটনার মধ্যে ও সঙ্গে সঙ্গে আছে ততক্ষণ অলরেডি পুড়ে ছাই হয়ে গেল এমনকি যেসব জিনিস দিয়ে কাজ করে সেগুলো পুড়ে ছাই হয়ে গেল জানা গেছে যে ইলেকট্রিক শর্ট সার্কিটে জন্য এই ঘটনা হয়েছে দোকানের কোন ট্রেড লাইসেন্স ছিল না কিছুদিন আগেই মানুষের কাছে ধার দেনা করে এ দোকানটি করা হয়েছিল
।



