ডিসিপি পশ্চিম সহ ৪ জন আইপিএস এর রদবদল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পশ্চিম সহ রাজ্য পুলিশের ৪ জন আইপিএস এর রদবদল। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণবঙ্গে পুলিশ বিভাগে বড় ধরনের রদবদল হল। ৪ জন আইপিএস আধিকারিককে বদলি করা হয়েছে।



আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট
বিশ্বজিৎ মাহাতোকে পুরুলিয়া জেলার পুলিশ সুপার করা হয়েছে। পুরুলিয়ার এসপি সিলভা মুরগানকে সিআইডিতে প্রেরণ করা হয়েছে।বীরভূমের পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংকে ওয়েস্ট বেঙ্গল হেডকোয়ার্টার ট্রাফিক এসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ডিসি মেরাজ খালিদকে বীরভূমের নতুন পুলিশ সুপার করা হয়েছে।