ASANSOLBengali News

আসানসোল আজ সকালে কেমন ছিল দেখুন

বেঙ্গল মিরর, আসানসোল: : সকাল থেকে ঘন কুয়াশার কারণে সুনসান রয়েছে রাস্তা, যে সমস্ত গাড়ি রাস্তায় বেরিয়েছে তাদের গতি একেবারে কম রয়েছে ।কুয়াশার ঘনত্ব বেশি থাকার কারনে দৃশ্যমানতাএকেবারে কম ,গাড়ি ফগ লাইট ও হেড লাইট জ্বেলে যাতায়াত করতে দেখা যাচ্ছে ।শিল্পাঞ্চলে রয়েছে শীতের দাপট,সাথে ঘন কুয়াশার জেরে একদিকে যেমন দৃশ্যমানতাএকেবারে কম রয়েছে তেমনি রাস্তা অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা যানবাহনের সংখ্যা কম রয়েছে ।

আসানসোল

Leave a Reply