তৃণমূলের সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের সম্মানিত করা হল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : তৃণমূলের সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের সম্মানিত করা হল. বুধবার ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান তৃণমূল সংখ্যালঘু কক্ষ কর্তৃক আসানসোল ট্যাক্সি স্ট্যান্ডের কাছে আটওয়াল মোড়ের বিপরীতে বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে একটি অনুষ্ঠান ও জনসভার আয়োজন করা হয়েছিল। ওই কর্মসূচির প্রধান অতিথি ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মন্ডল খান এবং জাতীয় সংবাদমাধ্যমে তৃণমূল কংগ্রেসের পক্ষে বিতর্কে অংশ নেওয়া তৌসিফ আহমদ খান উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে অসামান্য যোগদানের ভিত্তিতে পুরস্কৃত করা হয় মুকেশ ঝা , মাধব দাস এবং রিয়াজ রাজুকে।
সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস পার্টির কাজের প্রচারে তার উল্লেখযোগ্য অবদানের জন্য ওই সমস্ত ব্যক্তিকে সম্মানিত করা হয়।
সম্মানিত হবার পর শিক্ষক মুকেশ ঝা বলেন যে এই সম্মান সমস্ত সামাজিক যোগাযোগমাধ্যমের তৃণমূল কর্মীদের জন্য উৎসর্গ করলাম যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের জন্য করা কাজগুলি নিঃস্বার্থভাবে
প্রচার করেন এবং বিজেপির আইটি সেলের ভুল প্রচারের কড়া প্রত্যুত্তর দেন । তিনি বলেন যে এই সম্মান সোশ্যাল মাধ্যমে দলের কাজের জন্য নিয়োজিত কর্মীদের নতুন উৎসাহ দেবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে। তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সৈয়দ আফরোজ আহমেদকে ধন্যবাদ জানান মুকেশ ঝা।