ASANSOLBengali NewsLatest

গরু পাচারের মামলা : তৃনমুল যুব কংগ্রেসের নেতা বিনয় মিশ্রর নামে গ্রেফতারি পরোয়না জারি আসানসোল সিবিআই আদালতের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৭ জানুয়ারিঃ গরু পাচারের মামলায় এবার তৃনমুল যুব কংগ্রেসের নেতা বিনয় মিশ্রর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। সেই পরোয়ানা হাতে নিয়ে মঙ্গলবার ও বুধবার সকালে সিবিআইয়ের অফিসাররা বিনয়ের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন। কিন্তু তার কোন খোঁজ বুধবার দুপুর পর্যন্ত পায়নি।

জানা, সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক জয়শ্রী বন্দোপাধ্যায় সোমবার বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানা গেছে।
এর আগে সিবিআই এই গরু পাচারের মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে গ্রেফতার করেছে এনামুল হক ও বিএসএফের কম্যান্ডান্ট সতীশ কুমার। যার মধ্যে সতীশ কুমার আপাততঃ জামিনে বাইরে রয়েছেন। এনামুল হকের জামিন বেশ কয়েকবার সিবিআই আদালতের বিচারক বাতিল করে দেওয়ায় সে আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগারে রয়েছে। সিবিআই এই গরু পাচারের মামলায় একাধিক পুলিশ, বিএসএফ ও কাস্টমসের অফিসারদের নোটিশ পাঠিয়ে জেরা করেছে বলে আসানসোল আদালতে দাবি করেছে।

এই মামলায় ফেরার থাকা বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে সিবিআই কলকাতার নিজাম প্যালেসে তিনবার ডেকে পাঠিয়ে বেশ কয়েক ঘন্টা জেরা করেছে। কিন্তু সিবিআই বিকাশের কাছ থেকে বিনয়ের কাছ থেকে জানতে পারেনি। বিনয়কে হাজিরা দেওয়ার জন্য সিবিআই তিনবার নোটিশ পাঠিয়েছিলো। প্রত্যেকবারই বিনয় মিশ্র আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে জানায়, সে পরে আসবে। শেষ বার সে বলেছিলো ১৯ জানুয়ারি হাজিরা দেবে। কিন্তু সেদিন না আসায়, সিবিআই আসানসোলের বিশেষ আদালতে বিনয় মিশ্রর নামে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনে করেছিলো।


অন্যদিকে, সিবিআই একইসঙ্গে বেআইনি কয়লা কারবারির মামলায় তদারকি করছে। এই মামলায় অন্যতম অভিযুক্ত পুরুলিয়ার অনুপ মাজি ওরফে লালার খোঁজ পায়নি সিবিআই। তারনামেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। তারপরেও তার খোঁজ না পাওয়ায় সিবিআই আদালত তাকে ফেরার ঘোষণা করেছে। লালার অন্যতম সঙ্গী রত্নেশ ভার্মাকে ফেরার ঘোষণা করেছে। এরপর তাদের খোঁজ না পাওয়া, তাহলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে

Leave a Reply