ASANSOLBengali News

বিজেপি সাংসদ অর্জুন সিং কে তুলোধোনা করলেন ভি শিবদাসন

বেঙ্গল মিরর, আসানসোল: বিজেপি সাংসদ অর্জুন সিং কে এবার সোশাল মিডিয়া মতে তুলোধোনা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। তিনি নিজের একাউন্ট থেকে পোস্ট করেছেন অর্জুন তুমি আজকে M.P হয়েছো বলে টিভি চ‍্যানেলে বসে মদন দার সামনে বড় বড় ভাষন মারছো।

২০০১ সালে তুমি রাজ‍্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সদস্য ছিলে,আমি তখন তৃণমূল যুব কংগ্রেসের জেলা_সভাপতি ছিলাম আর মদন দা তখন ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি, এবং তুমি তখন মদন দার কত চ‍ামচাগিরি করতে সেটাও আমার নিজের চোখে দেখা। তুমি গুণ্ডা কোথা থেকে হয়েছো? ভাটপাড়া থেকে?


আজ পার্টির ছত্রছায়ায় গুণ্ডামির কথা বলছো। তুমি M.P হওয়ার পর রাস্তায় যে মার খেয়েছো তা সবার দেখা আছে, ২০২১ এর নির্বাচনের পর তোমার সব গুণ্ডাগিরি বেরিয়ে যাবে। তুমি কেন
তোমার পরিবারের কারো ক্ষমতা নেই যে তৃণমূল কে চ্যালেঞ্জ করতে পারে, তোমার ছেলে তো দুধের শিশু। তৃণমূল এর নাম অপব্যবহার করে তুমি অনেক টাকা এবং নাম কামিয়েছ, তুমি দিদির সাথে যে বেমানি করেছো তার জবাব মানুষ তোমাকে ২০২১এর নির্বাচনে দেবে, তোমার এলাকায় তুমি অনেক মানুষের ওপর অত‍্যাচার করেছো,
লজ্জা লাগেনা তোমার আজ বড় বড় কথা বলছো.

এ নিয়ে বিজেপির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply