Bengali NewsKULTI-BARAKAR

ভারতীয় জনতা যুব মোর্চার নিয়ামতপুর ফাঁড়িতে ডেপুটেশন

বেঙ্গল মিরর, কুলটি: কুলটি বিধানসভা ভারতীয় জনতা যুব মোর্চার কুলটি
থানার নিয়ামতপুর ফাঁড়িতে ডেপুটেশন। আসানসোল জেলা ভারতীয় জনতা যুব মোর্চার নতুন দায়িত্ব পাওয়ার পর কুলটি বিধানসভা কুলটি মন্ডল ৩ এর যুব মোর্চার পক্ষ থেকে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে বিভিন্ন দাবি দাবা নিয়ে এক ডেপুটেশন দেওয়া হয় ।

ডেপুটেশনের পূর্বে নিয়ামতপুর সেন্ট্রাল বিজেপি পার্টি অফিস থেকে বিজেপি কর্মীরা এক রেলীর মাধ্যমে নিয়ামতপুর পৌঁছায়। বিজেপি কর্মীরা রেলীর মাধ্যমে মাইকিং করে ফাঁড়ি পৌঁছায় এবং রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এই ডেপুটেশন দেয়। আসানসোল জেলা বিজেপির যুব মোর্চার নেতৃত্ব ফাঁড়িতে ডেপুটেশন দেওয়ার পূর্বে বিজেপির যুব মোর্চার জেলা নেতৃত্ব বলেন এলাকায় বিভিন্ন বেআইনি কাজ কর্মের বিরুদ্ধে আজকে এই ডেপুটেশন দেওয়া হল।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। যুব মোর্চা জেলা সেক্রেটারি দীপক সিং, কুলটি বিধানসভার কনভেন র পঙ্কজ সাও, কুলটি মন্ডল ৩এর জেনারেল সেক্রেটারি, রবি সিং সহ বিজেপি কর্মীরা।

Leave a Reply