ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

কাজের দাবিতে DYFI সালানপুর ব্লকে মিছিল

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, সালানপুর: রাজ্যের সব যুবক যুবতীদের কাজের দাবিতে বামফ্রন্ট দলের যুব সংগঠন ডি.ওয়াই.এস.আই DYFI সহ দশটি সংগঠন ডাক দিয়েছে ১১ই ফেব্রুয়ারি নবান্ন চলো অভিযান।তারই পরিপ্রেক্ষিতে আজ সালানপুর ব্লক ডি.ওয়াই. এস.আই উদ্যোগে দেন্দুয়া থেকে কালিতলা পর্যন্ত পথমিছিল করে কালিতলা মোড়ে পথসভার করা হয়।



তাছাড়া এই দিন সালানপুরের কালিতলায় মোড়ে বন্ধ হয়ে পড়া প্রকল্প ভূষণ স্টিল কারখানার প্রতীকী শিল্যানাস করা হয়।
ডি.ওয়াই.এস.আই রাজ্য কমিটির সভাপতি মীনাক্ষী জানান যেদিন থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে বা কেন্দ্রে মোদি সরকার এসেছে সেদিন থেকে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের মধ্যে বেকার যুবক যুবতীদের বেকারত্ব সংখ্যা বৃদ্ধি পেয়েছে।


এই দুই সরকার শুধুমাত্র মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছে আর ভোট নিয়ে যাচ্ছে।বামফ্রন্ট সরকারের আমলে নন্দীগ্রাম সহ সিঙ্গুরে যেমন শিল্প এসে বন্ধ করে দেওয়া হয়েছিলো তেমন এই সালানপুর ব্লকে প্রায় কোটি কোটি টাকার প্রকল্প ভূষণ স্টিল বন্ধ করে দেওয়া হয়েছিলো।


কিন্তু আজ এই কালিতলা মোড়ে প্রতীকী শিল্যানাস করা হলো। সামনে বিধানসভা নির্বাচন যদি বামফ্রন্ট সরকার আসে তবে সবার আগে শিল্প প্রতিষ্ঠান করা হবে এবং যুবক যুবতীদের রোজ গার দেওয়া হবে।এই সালানপুর অঞ্চলে শুধুমাত্র চুরি করা হচ্ছে কেন্দ্র ও রাজ্য মিলে কয়লা,বালি কারখানার জিনিসপত্র চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে কিছু তৃণমূল কংগ্রেসের নেতা দের সাহায্য নিয়ে।এবার হবে পরিবর্তন আবার আসবে রাজ্যে বামফ্রন্ট সরকার তাই এবার চলো নবান্ন।নবান্নতে বসে থাকা মুখ্যমন্ত্রীকে দু’বার এই বেকার যুবকদের কথা জানতে গিয়েছিলাম কিন্তু তখন আমাদের পুলিশদের দিয়ে অত্যাচার করা হয়েছিলো কিন্তু আর না এইবার ১১ই ফেব্রুয়ারি আমরা গিয়ে তার সাথে দেখা করে আসবো এবং লাল কার্ড দেখিয়ে আসবো।


এবার হবে লড়াই তৃণমূল ও বিজেপির সাথে আর আসবে রাজ্যে বামফ্রন্ট সরকার।
তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি হেমন্ত প্রভাকর,জেলা কমরেড ভিক্টর আচার্য্য,কুলটি ব্লক সম্পাদক বিনোদ সিং,সালানপুর ব্লকের পরিবাহক আবির ঘোষ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *