মহিলা মোর্চার পক্ষ থেকে স্কুটি রেলি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বৃহস্পতিবার সকালে বিজেপি জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আসানসোল এর বিএনআর মোড় থেকে
উষা গ্রাম পর্যন্ত মহিলা মোর্চার স্কুটি রেলির আয়োজন করা হয়। স্কুটি রেলির নেতৃত্বে ছিলেন আসানসোল জেলা সাংগঠনিক মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া পাল, সাধারণ সম্পাদিকা পারমিতা পট্টনায়ক ছাড়াও বহু মহিলা মোর্চার সদস্যারা।
এই উপলক্ষে জেলা মহিলা মোর্চা সভানেত্রী পাপিয়া পাল বলেন যে, “আজ দীনদয়াল উপাধ্যায় এর মৃত্যু দিন। ভারতীয় জনতা পার্টি দিনটিকে সমর্পণ দিবস হিসেবে পালন করে। আর এই দিনটিকে স্মরণ রাখতে ভারতীয় মহিলা মোর্চা এই স্কুটি রেলির আয়োজন করেছে।
দুর্গাপুরেও একইরকম রেলি অনুষ্ঠিত হচ্ছে ।আমাদের স্লোগান হচ্ছে “শক্তিশালী নারী,
,শক্তিশালী ভারত।” এর মাধ্যমে জনসাধারণকে বার্তা দিতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা শক্তিশালী ভারত গড়ে তুলব। আমরা আগামী নির্বাচনে ক্ষমতায় এলে নারী সুরক্ষার ওপর সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকব এই বার্তা দিতেই বিশেষত আজকের রেলি।”
রেলিতে উপস্থিত ছিলেন জেলার মহিলা মোর্চার সহ সভাপতি শ্রীমতী তনুজা সিনহা, বেটি বাঁচাও বেটি পড়াও এর রাজ্যের কার্যনির্বাহী সদস্যা সোনা ভদ্র প্রমুখ আরো সদস্যারা।