সূর্যকান্ত মিশ্রর আক্রমন গরু ও কয়লা নিয়ে ভাইপো ও সম্পত্তি বাড়া নিয়ে অমিত শাহর ছেলেকে
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর ১৪ ফেব্রুয়ারিঃ গরু পাচার ও কয়লার কারবারের টাকার একটা অংশ যায় ভাইপোর কাছে। এটা রাজ্যের মানুষ সবাই জানে। পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের বামুনাড়ায় কাঁকসা ১ ও ২ নং লোকাল কমিটির পক্ষ থেকে হওয়া এক জনসভা থেকে রবিবার সিপিএমের রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্র এইভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নাম না করে আক্রমন করলেন। তবে তিনি এদিনের সভা থেকে সম্পত্তি পরিমান রাতারাতি বেড়ে যাওয়া নিয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহর নাম করে আক্রমন করছেন।
তিনি আরো বলেন, কেন যে এতদিন ভাইপো ঘুরে বেড়াতে পারলো তা দেখেই অবাক হচ্ছি। আর সেই সঙ্গে সোনা নিয়ে চলে এল বৌকে নিয়ে একবারে থাইল্যান্ড থেকে। এই ঘটনা তো গত লোকসভা ভোটের সময় আমরা সবাই দেখেছি। সিপিএম রাজ্য সম্পাদক বলেন, পুলিশের কাছেও কয়লার টাকার একটা অংশ যায়। অমিত শাহের ছেলে জয় শাহের নাম করে তিনি বলেন, ওর ছেলের সম্পত্তির পরিমান ৫ হাজার গুন বেড়ে গেলো। সেই কোম্পানিটা আবার উঠেও গেলো।
রাজ্যের সঙ্গে সারা দেশে এতো চোর জোচ্চর বেড়ে গেছে যে, মহাপুরুষদের নাম মনে রাখতে পারছিনা। এখন এমন একটা পরিস্থিতি যে মনে হচ্ছে আমরা ও আপনারা কেউ নয়। সবকিছুই তৃনমুল কংগ্রেস ও বিজেপি। এ বলছে ওকে দেখ, ও বলছে একে দেখ। রাজ্যে বর্তমান সরকারের আমলে আরএসএসের সংগঠন ও শাখা বেড়েছে। তারা অস্ত্র নিয়ে প্রশিক্ষণ দিয়েছে। আর আমাদের স্কুলের ভেতরে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না। কি করে তাহলে এখানকার শাসক দল তৃনমুল কংগ্রেস ধর্মনিরপেক্ষতার কথা বলে?
আমাদের সরকার চালানোর একটা অভিজ্ঞতা আছে। এদিনের সভায় অন্যানদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ও আভাষ রায় চৌধুরী।