ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

সালানপুর ব্লকের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নগর কীর্তন

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, সালানপুর :- আর নয় অন্যায় কর্মসূচির আর একধাপ নগর কীর্তন কর্মসূচি।
তাই আজ এই কর্মসূচিকে ঘিরে সালানপুর ব্লকের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রূপনারায়ানপুর থেকে হরিসাডি মোড় পর্যন্ত নগর কীর্তন মিছিল করা হয়,যাতে হরে কৃষ্ণ নাম করে কীর্তনের মাধ্যমে মানুষের মাঝে বার্তা দেওয়া হয় কি আর নয় অন্যায় আর হবে না অত্যাচার রাজ্যের মানুষ থাকবে শান্তিতে কারণ এবার পশ্চিমবঙ্গে হবে বিজেপির সরকার।


এই প্রসঙ্গে বারাবনি মন্ডল-৪ এর সভাপতি গোপাল রায় বলেন যে রাজ্যে এবার আসছে বিজেপির সরকার,রাজ্যে শেষ হবে অন্যায় ও অত্যাচার মানুষ বাঁচবে মাথা তুলে।তিনি আরো বলেন রাজ্যের মানুষ পরিবর্তন চাই তাই এবার মোদিজির নেতৃত্বে গঠিত হবে বিজেপির সরকার।কারণ তার প্রমান কালকের এই তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক মিছিল মাত্র কিছু সংখ্যক বাইক নিয়ে তারা বলে এই মিছিল বিশাল, তাদের ভাবনা হয়তো তাদের দলের জয় নিশ্চিত কিন্তু বর্তমান বিধায়ক বিধান বাবু জানেন তার কি অবস্থা।সাধারণ মানুষ সহ সমস্ত দেশ বাসী ও রাজ্যবাসী জানে সারা রাজ্য সহ বারাবনি বিধানসভায় এবার আসতে চলেছে পদ্মফুল কারণ মানুষ চাই উন্নয়ন।


তাছাড়া এই নগরকীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মন্টু গাঙ্গুলি,ব্লকের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ তেওয়ারী, যুব মোর্চার সভাপতি উৎপল লায়েক, মহিলা মোর্চার সভানেত্রী প্রতিমা ধীবর,বারাবনি বিধানসভা কন ভেনার অতনু চক্রবর্তী,কো কন ভেনার অশোক জৈন সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *