পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু
বেঙ্গল মিরর, মনোজ শর্মা,বারাবনি : বারাবনি থানার অন্তর্গত দমানি বাজারে আজ দশটা নাগাদ একটি বেসরকারী নিরাপত্তারক্ষীর পিকআপ ভ্যান ধাক্কা মারে একজন দুধ বিক্রেতাকে ধাক্কামারা সঙ্গে সঙ্গে দুধ বিক্রেতা রাস্তায় লুটিয়ে পড়ে এবং সেই নিরাপত্তারক্ষীর গাড়িতে আহত ব্যক্তিকে তুলে নিয়ে আসা হয় কেলেজোড়া হসপিটালে হাসপাতাল সূত্রে জানিয়ে দেয়া হলো লোকটি মারা গেছে ততক্ষণ এর মধ্যেইনিরাপত্তারক্ষীর ভ্যান চালক পালিয়ে যায় যে লোকটি মারা যায় তার নাম হচ্ছে সৈফুদ্দিন মোল্লা এর বাড়ি হচ্ছে জামুরিয়া থানার ধোবাডাঙ্গা গ্রামে সাইকেলে করে প্রত্যেক দিনের মতো আজকেও দুধ বিক্রি করতে এসেছিল এবং যাবার টাইম এ ঘটনা ঘটে গাড়িটিকে আটক করেছে।