ASANSOLBengali News

হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন

বেঙ্গল মিরর , আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত : বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা সমাজসেবী কৃষ্ণেন্দু মুখার্জীর সহযোগিতায়
আসানসোলে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির পরিচালনায়
কোর্টমোড় এর কাছে একটি হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত মায়াপুর ইসকন এবং আসানসোল ইসকনের সাধু এবং ভক্তরা ওই অনুষ্ঠানের মূল ভাগে ছিলেন।
সোমবার বিকেলের দিকে চিত্রা মোড়, ছিন্নমস্তা, গৌরাঙ্গ সেন সরণী, হিন্দুস্থান পার্ক হয়ে একটি বিশাল শোভাযাত্রা
রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির প্রাঙ্গণে এসে শেষ হয়।

পৃষ্ঠপোষক কৃষ্ণেন্দু মুখার্জী বলেন,” বর্তমান সামাজিক অবস্থায় মানুষ অবসাদের মধ্যে চলে যাচ্ছে। তাই ভগবান কৃষ্ণের প্রেমের ভাবাদর্শ কে পাথেয় করে এই সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন মতাদর্শের বহু মানুষ অংশগ্রহণ করেছেন। মায়াপুর ও আসানসোলের ইসকনের সাধুরা অংশগ্রহণ করেছেন যা অন্য এক মাত্রা এনে দিয়েছে। এতে রাজনীতির কিছু নেই।”

প্রায় হাজার দুয়েক ভক্ত ও সাধারণ মানুষ ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

Leave a Reply