সালানপুর এ বিজেপি অফিসে হামলা, আহত দুই, ভর্তি জেলা হাসপাতালে
বেঙ্গল মিরর, সালানপুর, রিকি বাল্মিকী, সুজিত বাল্মিকী ,কৌশিক মুখার্জী :- বিজেপির অফিসে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত ডাবর মোড় এলাকায়। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ভোলা সিং বলেন এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোন ভাবে যুক্ত নয়। তিনি বলেন সংবাদমাধ্যমের কাছে তিনি পুরো বিষয়টি জানলেন।
নিজেদের রেষারেষি বা কোনো ব্যক্তিগত কারণ হতে পারে যেখানে রাজনৈতিক রঙ দিয়ে বিজেপি লাভ তুলতে চাইছে। মারধরের ঘটনায় আহত দুজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ পিকেটিং দেওয়া হয়েছে। জেলা হাসপাতালে দেখতে যাই বিজেপি পশ্চিম বর্ধমান জেলার যুব সভাপতি অরিজিৎ রায়। তিনি বলেন তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তা দেখে বোঝা যাচ্ছে তাদের হার নিশ্চিত।।