শ্মশান ঘাট থেকে অর্ধেক পুড়িয়ে দেওয়া একশ টাকার নোট উদ্ধার
বেঙ্গল মিরর, রিক্কী বাল্মিকী ও কৌশিক মুখার্জী,সালানপুর:- সালানপুর অঞ্চলের কল্যানেশ্বরী অজিতেশ নগর শ্মশান ঘাটের রাস্তা থেকে একশ টাকার নোট প্রায় পাঁচ হাজার টাকা উদ্ধার করে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।
বৃহস্পতিবার সকালে অজিতেশ নগর রাস্তার ধারে এলাকার কিছু যুবক একশ টাকার নোট প্রায় পাঁচ হাজার মত দেখতে পায় সঙ্গে সঙ্গে ফোন করা হয় সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ কে।পুলিশ এসে এই টাকা উদ্ধার করে নিয়ে যায়।



অজিতেশ নগরের স্থানীয় এক যুবক জানান যে হটাৎ সকালে উঠে দেখি রাস্তায় অর্ধেক পুড়িয়ে দেওয়া একশ টাকার নোট পড়ে রয়েছে প্রায় পাঁচ হাজার টাকার মত পুলিশ এসে টাকাটা উদ্ধার করে নিয়ে যায়।আমাদের অনুমান কেউ মৃতদেহ পুড়াতে এসে এই টাকা জ্বালিয়ে দিয়েছে।এই ঘটনার তদন্ত শুরু করেছে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।
