পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধান সভা নির্বাচনের ঘোষণা আজ !, কেন্দ্রীয় বাহিনী নিয়ে টহল জেলাশাসক ও পুলিশ কমিশনারের
বিকালে কমিশনের সাংবাদিক সম্মেলন, দূর্গাপুরেও রুট মার্চ
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল : পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হবে আজ বিকালে। সকালে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলনের কথা জানায়। এদিন বিকাল সাড়ে চারটের সময় দিল্লির বিঞ্জান ভবনে এই সাংবাদিক সম্মেলন হবে। আর সেই বিধানসভা ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই কারনে ইতিমধ্যে পশ্চিম বর্ধমান জেলায় কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডোমিনেশন ও রুটমার্চ শুরু হয়েছে ।
ইতিমধ্যেই ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় এসে পৌঁছেছে। পশ্চিম বর্ধমানের আসানসোলের উত্তর থানার রেলপারের বিভিন্ন এলাকাতে শুক্রবার সকালে রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি ও আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন। ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিন সকালে দূর্গাপুরের মেন গেট এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে।