Bengali NewsRANIGANJ-JAMURIA

ব্রিগেড থেকে রানিগঞ্জ ফেরার পথে বাস দুর্ঘটনাগ্রস্ত, আহত ৪৮

বেঙ্গল মিরর, চরন মুখার্জি, রানিগঞ্জ : অন্যান্য প্রান্তের সাথেই খনি অঞ্চল রানীগঞ্জের বাম কর্মী সমর্থকরা এ দিন সকালেই কলকাতার ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন তবে সভাস্থল ছেড়ে ফেরার পথে ঘটে বিপত্তি। রানীগঞ্জের টিরাট অভিমুখে আশা একটি বাস হুগলির সিঙ্গুর পার হে গোবিন্দপুর এর কাছে যাওয়ার সময় 1 অজ্ঞাত যান কে বাঁচাতে গিয়ে ব্রেক কষেতেই ঘটে যায় বিপত্তি।

রানীগঞ্জ অভিমুখে আসার মুহূর্তে উল্টে যায় সেখানে বাসটি, একেবারে বিপজ্জনকভাবে বাসটি উল্টে পড়লে বাসের মধ্যে থাকা 48 জন যাত্রীর মধ্যে 1‌2 জন যাত্রী আঘাতপ্রাপ্ত হয়। তাদের স্থানীয় ধোনেখালি হাসপাতলে নিয়ে যাওয়া হলে তাদের কয়েকজনের মাথায় হাতে পায়ে সেলাই করতে হলেও, সকলকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই সিপিএমের জামুড়িয়া এরিয়া কমিটির সম্পাদক মনোজ দত্ত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা করিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রবিবারের এই দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনা নিয়ে খোঁজখবর করে আহতদের সুস্থতার জন্য উদ্যোগ নেন পশ্চিম বর্ধমানের সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী।

Leave a Reply