ASANSOLBengali News

বিবি কলেজের অধ্যক্ষ যোগদান করলেন তৃনমুল কংগ্রেসে

বুধা মাঠে হিন্দি ভাষী সম্মেলন অনুষ্ঠিত

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :”হিন্দি ভাষী সংগ দিদি,” ব্যানারে পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলে বুধা মাঠে হিন্দি ভাষী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলায় বিধানসভা ভোট কে পাখির চোখ করে হিন্দি ভাষীদের কাছে টানার জন্য এবং তাদের পক্ষে বার্তা দেবার জন্য মূলত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুখ্য বক্তা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিধায়ক মলয় ঘটক।


মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন এবং হিন্দী ভাষীদের উন্নয়নের পাশে তাদের দল রয়েছে এটিও বলেন। করোনা মহামারীতে তাদের সরকার মানুষের পাশে থেকে কাজ করে গিয়েছে।

ওই অনুষ্ঠানে মলয় ঘটকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আসানসোল বিবি কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু।
এছাড়া বিজেপি মাইনরিটি সেলের পদাধিকারী গুরুনাম সিং তৃণমূলে যোগদান করেন।

ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দ সিং প্রমুখ।
উপস্থিত ছিলেন আসানসোল করপোরেশন পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জী, প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ ঘটক,উমা শ্রফ, বিষ্ণুদেও নুনিয়া, তৃণমূল নেতা নরেন চক্রবর্তী, রূপেশ যাদব, হরে রাম সিং, প্রতাপ সিং, শশীভূষণ পান্ডে, নন্দ বিহারী যাদব, মুকেশ ঝা, গুরুদাস চ্যাটার্জী, মনোজ রজক, ভানু বোস, আনন্দ সিং, বিমল জালান, প্রমুখ।

Leave a Reply