BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

ইসিএলের লিজ হোল্ড এলাকা থেকে মাটি চুরির অভিযোগ মাফিয়াদের বিরুদ্ধে

স্পিড পোস্টে BARABANI থানায় পাঠান হলো অভিযোগ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৮ ফেব্রুয়ারিঃ আসানসোলের BARABANI ব্লকের ইসিএলের পুরোনো বা ওল্ড ভানোড়া (আর) কোলিয়ারির জমি থেকে অবৈধ ভাবে মাটি খনন করার অভিযোগ উঠলো মাটি মাফিয়াদের বিরুদ্ধে। ইটভাঁটার জন্য মাটি মাফিয়ারা অবৈধভাবে মাটি তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ ।

এত বেশি পরিমাণে মাটি খনন করা হচ্ছে যে, তাতে আশেপাশে থাকা শিশুদের খেলার মাঠও চুরি হয়ে যাচ্ছে। খেলার কোনও জায়গা থাকছে না বলে অভিযোগ । এছাড়াও এইভাবে মাটি তুলে নিয়ে যাওয়ার জন্য , যেকোন সময়ে দুর্ঘটনার আশঙ্কা থাকছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
যে জায়গার মাটি খনন করা বা তোলা হচ্ছে তার সামান্য দূরে রয়েছে একটি আইসিডিএস কেন্দ্র । সেই এলাকা দিয়ে শিশুরা আইসিডিএস কেন্দ্রে যাতায়াত করায় যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে বাসিন্দাদের আশঙ্কা।


মাটি তোলার ঘটনা কোলিয়ারি কর্তৃপক্ষের তরফে জেনারেল ম্যানেজার মুকেশ কুমার যোশী জানান বৃহস্পতিবার বারাবনি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করতে গেছিলেন । কিন্তু বারাবনি থানা তা না নেওয়ায় শুক্রবার স্পিড পোস্টে ঐ অভিযোগ থানা ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে বলে এদিন জেনারেল ম্যানেজার বলেন। এদিন বিকেল পর্যন্ত তেমন কোনো অভিযোগ থানায় আসেনি বলে বারাবনির পুলিশের তরফে বলা হয়েছে।


ইসিএলের করা অভিযোগপত্র থেকে জানা যায়, বারাবনি ব্লকের বারাবনি গ্রাম পঞ্চায়েত পুরনো বা ওল্ড ভানোরা (আর) কোলিয়ারির প্রচুর পরিমানে মাটি ইসিএলের লিজ হোল্ড এলাকা থেকে চুরি করা বা খনন করে নিয়ে যাওয়া হচ্ছে । অভিযোগে আরো বলা হয়েছে, এর ফলে গোটা এলাকাটি বিপজ্জনক হয়ে পড়েছে। এইসব মাটি এই এলাকা থেকে ইটভাটায় প্রকাশ্যেই চলে যাচ্ছে ট্রাক্টরে করে বলে জানা যায়। এই এলাকার পাশেই রয়েছে একটি আদিবাসী পাড়া। সেই পাড়ার শিশুরা পড়াশোনা করতে যায় এলাকার আইসিডিএস সেন্টারে।গ্রামের বাসিন্দাদের বক্তব্য, শিশুরা এলাকার মাঠে দীর্ঘদিন খেলা করে আসছে। কিন্তু মাটি মাফিয়ারা মাটি কেটে নিয়ে যাওয়ায় শিশুরা ঐ মাঠে আর খেলতে পারছে না।


এই প্রসঙ্গে BARABANI ভানোড়ার গিরমিন্ট কোলিয়ারির এজেন্ট অনিল কুমার সিনহা বলেন, মাটি চুরির অভিযোগ পেয়ে ইসিএলের সার্ভেয়ার টিম শ্রীপুর এরিয়া থেকে এসেছিলো। বৃহস্পতিবার তারা সার্ভে করে একটি রিপোর্ট দেয়। যে জমি থেকে মাটি চুরি করা হচ্ছে তা ইসিএলের । সেই জমির দাগ ও মৌজা নম্বার দিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, এই বিষয়ে বারাবনি থানায় নিরাপত্তা আধিকারিকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এই কোলিয়ারি শ্রীপুর এরিয়ার ।


শ্রীপুর এরিয়ার জেনারেল ম্যানেজার মুকেশ কুমার যোশী এই প্রসঙ্গে বলেন, মাটি চুরির খবর পেয়ে এলাকায় ইসিএল ও নিরাপত্তা আধিকারিকদের পাঠিয়েছিলাম । তারা দেখেছেন রাতের অন্ধকারে মাটি কেটে চুরি হচ্ছে। যে কারণে এলাকাটি বিপজ্জনক হয়ে উঠেছে। তার পরিপ্রেক্ষিতেই বারাবনি থানা থেকে বৃহস্পতিবার লিখিতভাবে অভিযোগ পাঠানো হয়েছিল। সেই অভিযোগ থানা না নেওয়ায় শুক্রবার স্পিড পোস্টে সেই অভিযোগ পাঠিয়ে দেওয়া হয়েছে ।


এই ব্যাপারে BARABANI পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র কুমার বলেন, এই জায়গার মালিক হলো ইসিএল। তাই এই ব্যাপারে গ্রাম পঞ্চায়েত কিছু বলবে না। কারণ পঞ্চায়েতের তরফে বহুবার মাটি দিয়ে ঐ গর্ত ভরাট করা হয়েছে। যে কোন সময়ে ঘটনা ঘটতে পারে। ইসিএলের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *