ASANSOLBengali News

আন্তর্জাতিক নারী দিবসে বিজেপি মহিলা মোর্চা সম্মানিত করল জেলার সফল নারীদের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা ও
সৌরদীপ্ত সেনগুপ্ত:
আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আসানসোল উষাগ্রামের সিগনেচার হোটেলে বিকেলের দিকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের সম্মানিত এবং সংবর্ধিত করা হয়।
সংবর্ধিত নারীদের মধ্যে ছিলেন চিকিৎসক ড: শম্পা চ্যাটার্জী, সাংবাদিক দেবযানী সিনহা, এছাড়া লেখিকা ও কবি রাধা ব্যানার্জি, আইনজীবী রীতা কবি, আশা যাদব প্রমুখ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সমাজের সফল মহিলারা।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার আসানসোল সাংগঠনিক জেলা সভানেত্রী পাপিয়া পাল, সহ সভানেত্রী ড: নবনীতা ব্যানার্জি, সম্পাদিকা পারমিতা পট্টনায়ক ছাড়াও সকল মহিলা মোর্চার জেলা ও মন্ডল পদাধিকারী ও সদস্যাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *