জেলার ৯ টি বিধানসভায় বিজেপি জয়লাভ করবে ঃ জিতেন্দ্র তিওয়ারি
বেঙ্গল মিরর, দীপ রন্জন ব্য়ানার্জি, আসানসোল ঃ বিজেপিতে যোগ দেওয়ার পর আসানসোলের রওনা পথে অন্ডাল ,রানীগঞ্জ, জেকে নগর ও আসানসোলে এ পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র কুমার তিওয়ারি স্ত্রী চৈতালি দেবীকে সম্মাননা জানানো হয়। এবং সাংবাদিকদের তিনি বলেন এই পশ্চিম বর্ধমান ৫ টি আসনে তৃণমুল ও ৪ টি আসনে জোটের সঙ্গে লড়াই , সব মিলিয়ে নটি বিধানসভায় বিজেপি জয়লাভ করবে।
এছাড়াও তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে দেশের উন্নয়ন করে চলেছে সঙ্গে পশ্চিমবঙ্গ উন্নয়নের পরিকল্পনা এখানকার শাসকদল বাধার সৃষ্টি করছে। তাই এ 2021 বিধানসভায় বিজেপি সরকার চাই বাংলার উন্নয়নের জন্য। শুধু পশ্চিম বর্ধমানের নয় এই পশ্চিমবঙ্গে এবার 200 পার আমাদের এই সরকার’ হচ্ছে বলে দাবি করেন।প্রার্থী হিসাবে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন দল যেটা ঠিক করবে সেটাই করব।দল যদি বলে দেওয়ার লিখতে সেটাও করব পতাকা টাঙাতে বলে তো সেটাও করব এবং এবং দল যদি চাই আমাকে প্রার্থী করবে সেটাও ভারতের জনতা পার্টি আমাদের দল ঠিক করবে।