ASANSOLBengali News

তৃণমূল সরকারের কাজ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে : মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিদির দেওয়া ১০ টি অঙ্গীকার পেশ করা হল। সেই অঙ্গীকার পেশ করেন আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিদায়ী মন্ত্রী মলয় ঘটক,আসানসোলের এন এস রোডের ধর্মশালায়।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার অভিজিৎ ঘটক, প্রাক্তন কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জী, উমা শ্রফ, শিখা ঘটক, আলপনা ব্যানার্জি, ববিতা দাস, সি কে রেশমা, এছাড়া তৃণমূল নেতা ভানু বোস, মুকেশ ঝা, বিমল জালান ছাড়াও প্রচুর নেতা কর্মী সমর্থকরা।

ওই সাংবাদিক বৈঠকে মূলত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা ছাড়াও আসানসোল উত্তর কেন্দ্রের জন্য উন্নয়নের বার্তা প্রকাশ করা হয়।

অজস্র সুযােগ , সমৃদ্ধ বাংলা ৬ দেশের পঞ্চম বৃহত্তম অর্থনীতি । জিডিপি – র আয়তন ২১২.৫ লক্ষ কোটি ও বার্ষিক মাথাপিছু আয় ২২.৫ লক্ষেরও বেশি ৬ ৩৫ লক্ষ মানুষকে চরম দারিদ্র থেকে উদ্ধার । দারিদ্রসীমার নীচে থাকা মানুষ ২০১১ – র ২০ % থেকে কমিয়ে ৫ % -এর নীচে ও বার্ষিক ৫ লক্ষ নতুন কর্মসংস্থান , বেকারত্বের হার অর্ধেক।

প্রতি পরিবারকে , ন্যূনতম মাসিক আয় ও বাংলার প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন প্রকল্প- ১.৬ কোটি যােগ্য পরিবারের কর্তীকে মাসিক আর্থিক সহয়তা – মাসিক ২৫০০ করে জেনারেল ক্যাটেগরি ( বার্ষিক ২৬,০০০ ) ও ২১,০০০ করে তফসিলি জাতি ও উপজাতি পরিবারকে ( বার্ষিক ২১২,০০০ )

আর্থিক সুযোগ , সরল যুব & বাংলার যুবদের স্বাবলম্বী করতে সকল যােগ্য পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প – স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ২১০ লক্ষ ক্রেডিট লিমিট ৪ % সুদে

বাংলায় সবার , নিশ্চিত আহার ও খাদ্যসাথী প্রকল্পের নতুন ব্যবস্থা – এখন আর রেশন দোকানে যাওয়ার দরকার নেই । ১.৫ কোটি পরিবারের দুয়ারে মাসিক রেশন সরবরাহ ও বার্ষিক ৫০ টি শহরের ২,৫০০ ‘ মা ’ ক্যান্টিনে ২৫ করে ৭৫ কোটি
ভর্তুকিযুক্ত আহার

বর্ধিত উৎপাদন , সুখী কৃষক ৬ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বার্ষিক ২১০,০০০ একর পিছু সহায়তা , ৬৮ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৬ নেট বপন ক্ষেত্র ও শস্য ব্যবস্থায় ৩ লক্ষ হেক্টর চাষযােগ্য জমি যােগ এবং ৪.৫ লক্ষ হেক্টরে দু – ফসলি চাষ ব্যবস্থায় দেশে প্রথম স্থানাধিকার ৬ প্রথম পাঁচে বাংলা , খাদ্যশস্য ও ৪ টি বাণিজ্যিক শস্য তথা চা , পাট , আলু ও তামাক উৎপাদনে ।

শিল্পোন্নত বাংলা ৬ বার্ষিক ১০ লক্ষ নতুন এমএসএমই । সর্বমােট সক্রিয় এমএসএমই ইউনিটের সংখ্যা ১.৫ কোটির বেশি ৬ ২,০০০ বড় শিল্প ইউনিট যােগ হবে বর্তমান ১০,০০০ শিল্প ইউনিটের সাথে , আগামী ৫ বছরে ৬ ২৫ লক্ষ কোটি নতুন বিনিয়ােগ আগামী ৫ বছরে

উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা , সুস্থ বাংলা । ৬ স্বাস্থ্যে ব্যয় বরাদ্দ দ্বিগুণ , রাজ্য জিডিপি – র ০.৮৩ % থেকে বেড়ে ১.৫ % ও ২৩ টি জেলা সদরে মেডিকেল কলেজ ও সম্পূর্ণ কার্যকরী সুপার স্পেশালিটি হাসপাতাল ও ডাক্তার , নার্স , প্যারামেডিকদের জন্য আসন সংখ্যা দ্বিগুণ

এগিয়ে রাখতে , শিক্ষিত বাংলা ৬ শিক্ষায় ব্যয় বরাদ্দ বৃদ্ধি , রাজ্য জিডিপি – র ২.৭ % থেকে বেড়ে ৪ % ৬ ব্লক প্রতি অন্তত ১ টি মডেল আবাসিক স্কুল ৬ শিক্ষকদের জন্য আসন সংখ্যা দ্বিগুণ ।

সবাই পাই , মাথা গোঁজার ঠাঁই ও বাংলার বাড়ি প্রকল্পে আরও ৫ লক্ষ স্বল্প মূল্যের আবাসন । বস্তিবাসীর সংখ্যা ৭ % থেকে কমিয়ে ৩.৬৫ % ৬ আরও ২৫ লক্ষ স্বল্প মূল্যের বাড়ি বাংলা আবাস যােজনার আওতায় । কাঁচা বাড়ির সংখ্যা ১ % -এরও কম /

প্রতি ঘরে বিদ্যুৎ , সড়ক , জল ৬ আরও ৪৭ লক্ষ পরিবারকে নলযুক্ত পানীয় জল । ২৬ % থেকে বেড়ে ১০০ % পরিষেবা সুনিশ্চিত ও ২৪ * ৭ সুলভ মূল্যে বিদ্যুৎ প্রতিটি বাড়িতে ৬ প্রতিটি গ্রামীণ আবাসের জন্য মজবুত রাস্তা , উন্নত জল নিকাশি ব্যবস্থা এবং নলযুক্ত পানীয় জল বিদ্যু ! প্রতিটি গ্রামীণ আবাসনের জন্য মজবুত রাস্তা, উন্নত জল নিকাশি ব্যবস্থা এবং নলযুক্ত পানীয় জল। এই সকল পেশ করা হয়।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *