ASANSOLBengali NewsCOVID 19

জেলায় ২৪ ঘন্টায় ১৫৪ করোনা আক্রান্ত, মোট সংখ্যা ১২০০ ছাড়ালো

বেঙ্গল মিরর, আসানসোল, ৪ ই আগস্ট,২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পশ্চিমবঙ্গের সার্বিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান রয়েছে। প্রতিদিন আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই ধারা অব্যাহত ।

এদিকে পশ্চিম বর্ধমানে অ্যান্টিজেন টেস্ট বা ব়্যাপিড টেস্টের ফলে এক লাফে রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। অনেক অ্যাসিম্পটম্যাটিক বা উপসর্গবিহীন মানুষের রিপোর্ট পজিটিভ পাওয়া যাচ্ছে।
যেভাবে সংক্রমিত রোগীর সংখ্যা ক্রমবর্ধমান ভাবে বৃদ্ধি পাচ্ছে তা বড়সড় চ্যালেঞ্জ জেলা প্রশাসনের।
এদিকে কোরোনা আক্রান্তের সংখ্যা এক হাজার দুশো ছাড়িয়ে গেল পশ্চিম বর্ধমানে।সোমবার রাতে অর্থাৎ ৪ ঠা আগস্ট প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য বুলেটিনে দেখা গেছে ৩ রা আগস্ট পর্যন্ত আপডেট করা রিপোর্ট অনুযায়ী পশ্চিম বর্ধমানে মোট কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২১৬ জন । বর্তমানে মোট ৫৩৮ জন সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় সক্রিয় সংক্রমিত হয়েছেন ১৩০ জন।
জেলায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ১১ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। এরমধ্যে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬৭ জন।

বিশেষজ্ঞদের পরামর্শ মতো টেস্টের সংখ্যা ক্রমশ বাড়ছে লেটেস্ট রিপোর্ট পজিটিভ পাওয়ার সংখ্যাও বেড়ে গেছে। অগস্ট মাসের প্রথম দিন ৫৭টি ল্যাবে মোট ২৪ হাজার ৪৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ৯ লক্ষ ৭৮ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হল। প্রতি ১০ লক্ষ জনসংখ্যা অনুপাতে সংখ্যাটা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭৮ জন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পজিটিভের ঘটনা। সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৮.২৭ শতাংশ।পশ্চিমবঙ্গে ইতোমধ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে সরকারের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুসারে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত
গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে মোট ২ হাজার ৭৫২ জন ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ হাজার ৯৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ হাজার ৮৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা ২ হাজার ৬৬ জন।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে ২২ হাজার ৩১৫ জনের। সুস্থতার হার দাঁড়িয়েছে ৭০.২৪ শতাংশ। এদিকে, আরও ৫৪ জন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে রাজ্যে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৫ জন।

Leave a Reply