পাণ্ডবেশ্বরে বিজেপিতে ভাঙন
বেঙ্গল মিরর,পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বর বিজেপির ভাঙন।পাণ্ডবেশ্বর মণ্ডল টু এর ওবিসি মোর্চার সভাপতি প্রদীপ পাল পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। । এবং তিনি প্রতিশ্রুতি দিলেন আগামী দিনে প্রচুর সংখ্যক বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন।




তিনি বলেন আমাদের মূলত লড়াই ছিল জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে । আমাদেরকে কেস দিয়ে জেল খাটিয়েছে। সেই জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপি পার্টি প্রার্থী করেছে তাই বিক্ষুব্ধ হয়ে আমি দল ছাড়লাম।বিজেপি পার্টিটা চলছে টাকার বিনিময়ে।
অন্যদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন ,জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করায় প্রচুর সংখ্যক বিজেপি কর্মীরা ক্ষুব্ধ । তারা আমার বিরোধী পার্টি করলেও তারা একদিন লড়াই করে বিজেপিকে স্থান দিয়েছে।তাদের মূল্য দেয়নি বিজেপি নেতৃত্ব । তাই তৃণমূল কংগ্রেসে সবার জন্য রাস্তা খোলা আছে। প্রত্যেককে সসম্মানেযোগ্য সম্মান দেওয়া হবে । বিজেপি টাকা দিয়ে মানুষের মন জয় করতে পারবে না ।