ASANSOLBengali News

জমি বিবাদের জেরে চপার দিয়ে আঘাত

বেঙ্গল মিরর, আসানসোল: পুরাতন জমি বিবাদের জেরে চপার দিয়ে আঘাত করে খুনের চেষ্টা ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত বাবুয়াতালাও অঞ্চলে ৷ রবিবার সকালে মহঃ জলিল(৬২) নামের এক ব্যাক্তি বাজার হাটের জন্যে ঘর থেকে বের হলে পথের মধ্যে পাঁচ দুষ্কৃতী চপার দিয়ে ওই ব্যাক্তিকে আঘাত করে খুনের চেষ্টা করে ৷

ঘটনার স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ এরপর ওই ব্যাক্তির ছেলে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বৃদ্ধকে হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসে ৷ পাশাপাশি আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷

Leave a Reply