Bengali NewsKULTI-BARAKAR

কল্যানেশ্বরী মন্দিরে পূজো দিলেন কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী ডা.অজয় পোদ্দার

বেঙ্গল মিরর,মনোজ শর্মা, কুলটি:- সোমবার সকালে কল্যানেশ্বরী মন্দিরে পূজো করে মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার নামলেন কুলটি বিধান সভার বিজেপির মনোনীত প্রার্থী ডাক্তার অজয় পোদ্দার।
তিনি এদিন সবার মঙ্গল কামনা করে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কল্যানেশ্বরী মন্দিরে দিতে আসেন।
এদিন তিনি জানান কল্যানেশ্বরী ও ছিন্নমস্তাকা মন্দিরে পূজো দিয়ে জোরকদমে প্রচার শুরু করা হবে কারণ ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু সম্ভব নয়।তাছাড়া তিনি আরো বলেন কুলটি সহ সারা রাজ্যে এবার পদ্মফুল ফুটবে।কারণ সাধারণ মানুষ বিজেপির সঙ্গে।


তাকে ভোটে জয়ের নিশ্চিত নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান এই বার কুলটিতে ১লক্ষ টার্গেট রয়েছে তার থেকে বেশি ভোটে জয় হবে বিজেপির।এবার রাজ্যে পরিবর্তন আসছে।লক্ষ একটাই সোনার বাংলা গঠন করা।
তিনি আরো জানান কুলটি উন্নয়ন করা আমার মূল লক্ষ্য গত কুড়ি বছরের চেয়ারম্যান তথা তিন বার জয়ী বিধায়ক কুলটির উন্নয়নের জন্য কিছু করেনি।কিন্তু এই বার রাজ্যে বিজেপির সরকার গঠন করার পর কুলটিতে প্রচুর উন্নয়ন করা হবে।

Leave a Reply