ASANSOLBengali News

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, গ্রেফতার দম্পতি

বেঙ্গল মিরর, রাজা আসানসোল, ২৫ মার্চঃ বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হওয়ার ঘটনায় বুধবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানার আসানসোল গ্রাম নামো পাড়ায়। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মৃত যুবকের প্রতিবেশী এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত যুবকের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩০৬ নং ধারায় মামলা করেছে। মৃত যুবকের নাম গৌতম রায় (৪৪) । ধৃতরা হলো বসন্ত রায় ও স্বান্তনা রায়। বৃহস্পতিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। এদিন সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ গৌতম রায়ের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী স্বান্তনা রায়ের ময়লা ফেলা নিয়ে ঝগড়া হয়। অভিযোগ সেই সময় গৌতম রায় খবর পেয়ে গেলে তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে রায় দম্পতি। তাকে অপমান জনক কথা বলা হয়। এরপর বুধবার রাতে গৌতম রায়কে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকেরা। খবর পেয়ে পুলিশ আসে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত যুবকের পরিবারের তরফে পুলিশকে জানানো হয় যে, প্রতিবেশী রায় দম্পতির জন্য গৌতম রায় আত্মহত্যা করেছে। দুজনকে গ্রেফতার করতে হবে। তারা পুলিশকে মৃতদেহ নামাতে বাধা দেন। এরপর পুলিশ রায় দম্পতিকে গ্রেফতার করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, ঘটনার তদন্ত করা হচ্ছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *