ASANSOLBengali News

দাবি না মিটলে পুরনিগমে সপরিবারে ধর্ণায় বসার হুমকি

কাজ করানোর পরেও বেতন না দিয়ে চাকরি থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩০ মার্চঃ কাজ করানোর পরেও বেতন না দিয়ে লক ডাউনের মধ্যেই বেসরকারি সংস্থার হয়ে আসানসোলের পুরনিগমে কাজ করা ১২০ জন চুক্তি ভিত্তিক কর্মীকে চাকরি থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠলো।

প্রসঙ্গতঃ, লকডাউনের সময় বেশকিছু সংস্থা তাদের কর্মীদের বেতন দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। এমনকি তাদেরকে কাজ থেকে বসিয়েও দেওয়া হয়েছিল। এরমধ্যে আসানসোল পুরনিগমের মতো রাজ্য সরকারের অফিসের নাম জড়িয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।


জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে আসানসোল পুরনিগমের ঐ ১২০ জন অস্থায়ী কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। কর্মীদের অভিযোগ, চাকরি থেকে বসিয়ে দেওয়ার জন্য কোন কারণ দর্শানো হয়নি। এমনকি তাদেরকে বকেয়া বেতনও দেওয়া হয় নি। এরই বিরোধিতা করে মঙ্গলবার আসানসোল পুরনিগমের পুর কমিশনার নীতিন সিঙ্ঘানিয়ার কাছে একটি স্মারকলিপি জমা দেন কাজ হারানো কর্মীরা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া নেতৃত্বে স্মারকলিপি জমা দেন তারা।


রাজু আলুওয়ালিয়া বলেন, এই ১২০ জনকে ২০১৮ সালের মার্চ মাসে বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ পত্র দিয়ে চাকরিতে নেওয়া হয়। তাদেরকে কোন সুযোগ সুবিধা দেওয়া হতো না। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তাদেরকে আচমকাই বসিয়ে দেওয়া হয়। যা খুব অমানবিক কাজ। আমরা এর শেষ দেখে ছাড়বো। যদিও পুরকমিশনার এদিন পুরনিগমে ছিলেন না। তার সঙ্গে কথা বলার পরেই কর্মীরা কমিশনারের অফিসে সেই স্মারক লিপি জমা দেন।

পুরকমিশনার আশ্বাস দিয়ে বলেছেন, তিনি তাদের দাবি খতিয়ে দেখে পদক্ষেপ নেবেন।
কাজ হারানো কর্মীদের তরফে রুদ্র দাস ও তুষার কান্তি দুবে বলেন, ৭ দিনের মধ্যে যদি সব কর্মীদের বকেয়া বেতন দিয়ে কাজের ব্যবস্থা বা পুর্ননিয়োগ করা হয় না তাহলে আগামী মঙ্গলবার থেকে আসানসোল পুরনিগমের গেটের সামনে সপরিবারে ধর্ণায় বসবেন। তারা আরো হুমকি দিয়ে বলেছেন, ঐ বেসরকারি সংস্থার মাধ্যমে যারা কর্মরত আছেন, তাদের কোন কর্মীকে পুরনিগমের ঢুকতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *