মিডিয়া পাসের জন্য জেলাশাসক এবং অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করলেন ডিজিটাল মিডিয়া ও কেবল চ্যানেলের সাংবাদিকেরা
লিখিত অভিযোগ জমা দিলেন, মিলল সহযোগিতার আশ্বাস
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : জেলাশাসকের দপ্তরে লিখিত অভিযোগ জমা দিলেন ডিজিটাল মিডিয়ার এবং কেবল চ্যানেলের সাংবাদিকরা। জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর নির্দেশমাফিক মূলধারার মিডিয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন ডিজিটাল মিডিয়া ও কেবল চ্যানেলের
সাংবাদিকরা।
মূল ধারার সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত সাংবাদিকরা ২০২১ বিধানসভা নির্বাচনের মিডিয়া পাস পেলেও ব্রাত্য থেকে গেছেন এই দুই ধারার সাংবাদিকরা । প্রসঙ্গত উল্লেখ্য, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে যে নির্দিষ্ট ফর্ম বিলি করা হয়েছিল মিডিয়ার জন্য তাতে উল্লেখ ছিল কেবল চ্যানেল এবং ওয়েব পোর্টাল নিউজের।
মিডিয়া পাস না পাওয়ার বিরুদ্ধে মঙ্গলবার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি, ডব্লিউ বি সি এস ( একজিকিউটিভ) এবং অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) ড: অভিজিৎ শেভালে, আই এ এস এর দপ্তরে লিখিত অভিযোগ জমা করলেন এই দুই ধারার সাংবাদিকরা। উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান, ডব্লিউ বি সি এস ( একজিকিউটিভ)।
স্বভাবতই প্রশাসনের পক্ষ থেকে মিলল সহযোগিতার আশ্বাস।