Bengal Poll 2021 : জেলায় প্রথম দিন মনোনয়ন পত্র জমা দিলেন ৫ প্রার্থী
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩১ মার্চঃ পশ্চিম বর্ধমান জেলার ৯ টি বিধান সভায় আগামী ২৬ এপ্রিল সপ্তম দফার ভোটদান হবে। তারজন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হলো বুধবার থেকে।
আসানসোল মহকুমাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়া ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। একইভাবে দূর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয়েও মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার দু জায়গাতেই নির্বাচন কমিশনের নির্দেশ মতো জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ।
মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে আসানসোল উত্তর বিধানসভায় এসইউসিআইয়ের পক্ষ থেকে সঞ্জয় চট্টোপাধ্যায় ও বারাবনি বিধানসভায় দেবসর বেসরা রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র জমা দেন। একইভাবে দূর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয়ে এদিন এসইউসিআইয়ের পক্ষ থেকে পান্ডবেশ্বরে ডোনা গোস্বামী, দূর্গাপুর পূর্ব থেকে যুগল কৃষ্ণ পাখিরা ও দূর্গাপুর পশ্চিম থেকে সোমনাথ বন্দোপাধ্যায় মনোনয়ন পত্র জমা দেন। আগাতে ৭ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। ৮ এপ্রিল জমা হওয়া মনোনয়ন পত্রগুলি স্ক্রুটিনি করা হবে।