ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsCOVID 19KULTI-BARAKARPANDESWAR-ANDAL

দূ দিনে জেলায় ২০৪ জন করোনায় আক্রান্ত

বেঙ্গল মিরর,দেব ভট্টাচার্য, আসানসোল।দেশের অন্যান্য রাজ্যের মত এই রাজ্যেও করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।শুধু মাত্র পশ্চিম বর্ধমান জেলাতে কয়েক মাস পরে একদিনে ১১২ জনের করোনায় আক্রান্ত খবর সরকারিভাবে মিলেছে। গত দূ দিনে জেলায় ২০৪ জন আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থয় দপ্তর জানিয়েছে।  শনিবাার শুধু বার্নপুরের ইস্কো কারখানার ১২জন কর্মীসহ একসঙ্গে ১৪ জন আক্রান্ত হয়েছেন। করোনা ভ্যাকসিন নেওয়ার পরেও চিত্তরঞ্জন ও  বার্নপুরে নতুুন করে করোনায়় বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে সূত্রে জানা যাচ্ছে। জেলায় সংক্রামিত রোগীর সংখ্যার সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। সক্রিয় রোগীদের মোট সংখ্যা ৫২৮ জন। শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রকাশিত বলেটিন অনুসারে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ভাইরাসে ১১২ জন আক্রান্ত হয়েছেন।


অন্যদিকে গত বৃহষ্পতিবার এক দিনে চিত্তরঞ্জন রেল শহর এবং পার্শ্ববর্তী এলাকায় ২৩ জন এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে । শনিবার বার্নপুরের ইস্কো কারখানায় ১৪ জন এই রোগে আক্রমণের খবর একদিনে মিলেছে । এরা গত পয়লা এপ্রিল নিজেদের করোনা পরীক্ষা করার জন্য হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন।  শনিবার তার রিপোর্ট এসেছে।  এদের মধ্যে দুইজনকে হাস্পাতালে ভর্তি করতে হয়েছে।  বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ।জেলায় বেশ কয়েক মাস পরে এই বিশাল সংখ্যকরোগীর সন্ধান পাওয়া গেছে।

 গত মাস অবধি প্রতিদিন কয়েকজন রোগী আক্রান্ত হচ্ছিল।এই পরিসংখ্যান ভীতিজনক। 
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাজি জানান চিত্তরঞ্জন, বার্নপুর সহ জেলার বিভিন্ন এলাকায় এই সংখ্যা ক্রমশ বাড়ছে ।এটা সত্যি দূদিনে ২০৪ জন এর আক্রমণের খবর নিশ্চয়ই আমাদের উদ্বেগের সৃষ্টি করে ।আমরা আমাদের সনকা হাসপাতালে এই রোগের চিকিৎসার জন্য সরকার ত্রিশটি বেড রেখেছেন। এরমধ্যে আজ ১৯ জন ভর্তি আছেন।

 যেহেতু এই রোগের সংখ্যা বাড়ছে তাই আমরা আসানসোল জেলা হাসপাতালে নতুন করে ৪২ টি শয্যার ব্যবস্থা করছি। একইভাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ২০টি নতুন করে বিডি ব্যবস্থা করছি আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য। তবে মানুষকে আরো সচেতন হতে হবে। ভোটের প্রচারে যেসব গাড়ি গুলি সরকারিভাবে ঘুরছে সেখানে জেলাশাসক একেবারে ব্লক স্তর পর্যন্ত বিডিওদের নির্দেশ দিয়েছেন করোনা নিয়ে জনগণকে সচেতন করা হোক এবং মুখে মাস্ক পরা , স্যানিটাইজার ব্যবহার করা ও দূরত্ব বজায় রাখার জন্যও ঘোষণা করতে হবে। আমরা পয়লা এপ্রিল থেকে ৪৫ বছরের উর্ধ্বে এবং আগে থেকেই ৬০ বছরের উর্ধ্বে সমস্ত মানুষদের বিনামূল্যে জেলার ১১৫ টি জায়গায় থেকে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছি । কিন্তু দুর্ভাগ্যবশত সেভাবে মানুষের সাড়া মিলছে না। সারা জেলায় গড়ে মাত্র ৬০০০ মত ভ্যাকসিন প্রতিদিন মানুষ নিচ্ছে। এটা আরো বাড়াতে হবে। এ ব্যাপারে সামনে যেহেতু ভোট তাই মিছিল, জনসভায় সব ক্ষেত্রেও সব মানুষের কাছেই আমাদের অনুরোধ আপনারা মাস্ক ব্যবহার করুন এবং অবশ্যই সচেতন থাকুন ।দূরত্ব বজায় রাখুন। না হলে আরো ভয়ঙ্কর অবস্থা ক্রমশ এগিয়ে আসবে।

Leave a Reply