কপাল জোরে প্রানে বাঁচলেন বুদবুদে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ , উত্তেজনা
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ৫ এপ্রিলঃ নির্বাচনের প্রচারে যাওয়ার পথে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো । কপাল জোরে প্রানে বাঁচেন বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস । অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের দিকে। সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বুদবুদের ঘাঘড়া মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।




জানা গেছে, গলসী বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী হয়েছেন শিক্ষক বিকাশ বিশ্বাস। ইতিমধ্যে তার মনোনয়নও জমা হয়ে গেছে। গত কয়েকদিন ধরে জোরকদমে প্রচার শুরু করেছেন তিনি। দলীয় কর্মীদের মধ্যেও প্রবল উচ্ছাস। সোমবার বুদবুদে দলীয় কর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক ছিল। সেখান থেকে তিনি কসবা এলাকায় প্রচারে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ঘাঘড়া মোড়ের কাছে দুজন দুষ্কৃতি মোটরবাইকে করে এসে বিকাশ বিশ্বাসের গাড়িতে হামলা চালায়। গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। কোনক্রমে প্রানে বাঁচে চালক ও বিকাশ বিশ্বাস ।
পরে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের আশ্রিত দু’ জন দূষ্কৃতি মোটরবাইকে করে এসে আচমকাই পাথর ছুঁড়তে থাকে। গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। বেগতিক বুঝে চালজ গাড়ী দাঁড় করিয়ে দেয় । আমার সঙ্গে আরও তিনটে গাড়ি ছিল। তারাও দাঁড়িয়ে পড়ে। তিনি আরো বলেন, গনতান্ত্রিকভাবে হওয়া লড়াইয়ে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে এভাবে ইট, পাথর ছুড়ে এলাকায় ভীত সন্ত্রস্ত করতে চাইছে। এলাকা অশান্ত করতে চাইছে। আশঙ্কা রয়েছে , তৃণমূল কংগ্রেস নির্বাচনে আরো সন্ত্রাস চালাবে। নির্বাচন কমিশনের কাছে আমার দাবি , এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলোতে তল্লাশি চালানো হোক। তবে
মানুষ তাদেরকে জবাব দেবে ইভিএমে ।
যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন গলসী-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দ্দন চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির লোকজন নেই। বাইরে থেকে লোকজন নিয়ে এসে প্রচার করছে। মানুষের সহানুভুতি পাওয়ার জন্য গাড়ীর কাঁচ ভেঙে এই ধরনের নাটক করছে। বিজেপির নোংরা রাজনীতিকে ধিক্কার জানাই ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো বুদবুদ থানার পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে।