দুঃস্থ পড়ুয়ার হাতে স্কুল ব্যাগ তুলে দিল ছাত্র-যুব সাংস্কৃতিক পরিষদ
বেঙ্গল মিরর , সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল : আজ লছিপুরের দিশা জনকল্যাণ কেন্দ্রে ছাত্র যুব সাংস্কৃতিক পরিষদের (বার্নপুর) এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি অশোক রুদ্র প্রায় ৮০ জন দুঃস্থ পড়ুয়ার হাতে স্কুল ব্যাগ তুলে দিলেন ।



এই উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অশোক রুদ্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক বিশ্বনাথ মিত্রের কাছ থেকে কিছুদিন পূর্বে খবর পেয়েছিলেন, তাদের স্কুল ব্যাগের প্রয়োজন ৷ তাই তিনি সব কাজ ফেলে রেখে এখানে এসেছেন ৷

তিনি আরও বলেন, তারা দেশের সুনাগরিক তখন হতে পারবে যখন প্রত্যেকে শিক্ষিত হবে ৷ তিনি নিশ্চিত, দিশার এই পড়ুয়াদের ভিতর থেকেই একদিন ডাক্তার বা শিক্ষকের জন্ম হবে ৷ শিক্ষক ও সমাজসেবী রাজীব মুখার্জী বলেন, ভবিষতে যদি ছাত্রছাত্রীদের পড়ার ব্যাপারে কোন দরকার লাগে সানন্দে তারা এগিয়ে আসবেন ৷
বিশ্বনাথ মিত্র ছাত্র যুব সাস্কৃতিক পরিষদ এবং অশোক রুদ্রকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনা আবহের জন্য এই অঞ্চলে মানুষদের রোজগার বর্তমানে একেবারে অনিয়মিত ৷ এই প্রেক্ষিতে স্কুল ব্যাগগুলি বাচ্চারা পেয়ে খুবই উপকৃত হল ৷

অশোকবাবুরা ছাড়াও আজকের এই ব্যাগ বিতরণ অনুষ্ঠানে হাজির ছিলেন উক্ত সাংস্কৃতিক পরিষদের সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী অমিত সেন, সমাজসেবী ও শিক্ষক রাজীব মুখার্জি ও সৌরভ ব্যানার্জি এবং সমাজসেবী ও শিক্ষক হিমাদ্রি শেখর পাত্র ৷ ছাড়াও দেবব্রত অধিকারী, রজনী দাস ও অন্যান্যরা উপস্থিত ছিলেন ৷
এদিকে রঙিন এবং দামী স্কুল ব্যাগ পেয়ে সান্তনা, আরোহী, আন্নু, খুশবু, বিল্টুরা খুব খুশি ৷