BARABANI-SALANPUR-CHITTARANJAN

চুরি যাওয়া মোটরসাইকেল ও টাইলস উদ্ধার করল পুলিশ

বেঙ্গলি মিরর, সালানপুর কৌশিক মুখার্জী:- গোপন সূত্রে খবর পেয়ে বড় সাফল্য পেলো সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।
প্রায় পনেরো দিন আগে রূপনারায়ানপুর অঞ্চলের কনস্ট্রাকশন থেকে একটি মোটর সাইকেল সহ বেশ কিছু টাইলস এবং আমডাঙ্গা মোড় থেকে এক ব্যাক্তির মোটর সাইকেল চুরি হয়।


এই চুরির অভিযোগ দায়ের করা হয় রূপনারায়ানপুর ফাঁড়িতে।অভিযোগ পাওয়ার পর রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ একটি টিম গঠন করে তদন্ত নামে। পনেরো দিনের মাথায় গোপন সূত্রের খবরের মাধ্যমে বারাবনি থানার ফরিদপুর থেকে মোটর সাইকেল সহ জেমারী ও আম ডাঙ্গা থেকে চুরি যাওয়া টাইলস গুলি উদ্ধার করে,তাছাড়া এই ঘটনার সাথে যুক্ত ৬জন অপরাধী কে গ্রেপ্তার করতে সফল হয়।


পুলিশের সূত্র অনুযায়ী জানা যায় যে অপরাধীদের মধ্যে একজন মোটর সাইকেল গ্যারেজে কাজ করেন,এই পুরো গ্যাং টি এলাকার বিভিন্ন চুরির ঘটনা সাথে যুক্ত,গত কাল তাদের জেলা আদালতে হাজির করা হবে এবং রিমান্ডে নেওয়া হবে।

Leave a Reply