Bengali NewsDURGAPUR

দুর্গাপুরে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কনভেনশন

বেঙ্গল মিরর, দুর্গাপুরঃ দুর্গাপুর ট্র্যাংক রোডে অবস্থিত ইউনাইটেড কনট্রাকটারস ওয়ার্কাস ইউনিয়ন সভাগৃহে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, দুর্গাপুর মহকুমা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল এক নির্বাচনী কনভেনশন ৷এই কনভেশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুর্গাপুর(পূর্ব) বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত CPI(M) প্রার্থী কমঃ আভাস রায়চৌধুরি ও দুর্গাপুর(পশ্চিম) বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী ৷

আসন্ন নির্বাচনে সমিতির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন সমিতির পঃ বর্ধমান জেলা শাখার সম্পাদক অমিতদ্যুতি ঘোষ ৷ সমস্ত বক্তারা তৃণমূল ও বিজেপির মেকি দ্বৈরথে না ভুলে সংযুক্ত মোর্চার প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান ৷ উপস্থিত ছিলেন ABPTA-র জেলা সম্পাদক সুজাতা পাল ৷ বিভিন্ন বিদ্যালয় থেকে শতাধিক শিক্ষক,শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির দুর্গাপুর মহকুমা শাখার সভাপতি অরূপ নন্দী ৷

Leave a Reply