ASANSOLBengali News

১৪ এপ্রিল বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১১ এপ্রিলঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আগামী ১৪ এপ্রিল আসানসোলে আসছেন। তিনি আসানসোল দক্ষিণ বিধান সভা ও আসানসোল উত্তর বিধান সভা কেন্দ্রের জন্য দুটি বিশেষ বৈঠক করবেন। সোমবার বিকালে আসানসোলের জিটি রোডের উষাগ্রামের একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির ইনটেলেকচুয়াল সেলের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

এই প্রসঙ্গে তুষার কান্তি বন্দোপাধ্যায় বলেন, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ১৪ এপ্রিল সন্ধ্যা ছটা নাগাদ আসানসোলে আসবেন। তিনি সেদিন সন্ধ্যায় প্রথমে আসানসোলের বার্ণপুরের চিত্রা সিনেমা হল সংলগ্ন একটি হোটেলে বৈঠক করবেন। তারপর আসানসোলের জিটি রোডের উষাগ্রামের একটি হোটেলে আরো একটি হোটেলে আরো একটি বৈঠক করবেন। দুটি বৈঠকেই বুদ্ধিজীবীদের ডাকা হয়েছে। জেপি নাড্ডা তাদের সঙ্গে আলাপচারিতা করবেন।

তবে বিজেপির সর্বভারতীয় সভাপতির রোডশো ও পাবলিক মিটিং করবেন না বলে জানা গেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন সুধাদেবী।

Leave a Reply