আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভা
কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মানা কোভিড বিধি
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৬ এপ্রিলঃ পশ্চিম বর্ধমান জেলায় ৯টি বিধান সভার দলের ৯ প্রার্থীকে জেতানোর লক্ষ্য নিয়ে আজ শনিবার নির্বাচনী জনসভা করতে আসানসোলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসানসোল শহর থেকে সামান্য দূরে ২ নং জাতীয় সড়কের জামুড়িয়ার নিংঘার পরিত্যক্ত এরোড্রাম সংলগ্ন ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই জনসভা হবে বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে। শুক্রবার সকালের মধ্যেই এই জনসভার প্রস্তুতি একবারে শেষ হয়ে যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মঞ্চে ভাষন দেবেন তা সুবিশাল করা হয়েছে। এছাড়াও যারা প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে আসবেন তাদের যাতে কোন সমস্যা না হয়, তারজন্য মুল মঞ্চকে কেন্দ্র করে ৬টি ” হ্যাঙ্গার ” বাঁধা হয়েছে। মঞ্চ থেকে ২০০ ফুট দূরে চপার বা হেলিকপ্টার নামার জন্য তিনটি অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি ইতিমধ্যেই সভার সবকিছু খতিয়ে দেখেছেন। এদিন তারা মুল মঞ্চ নিজেদের দায়িত্বে নিয়েছে।
গত দুদিনে অস্থায়ী হেলিপ্যাডে চপার নামার মহড়া এসপিজির আধিকারিকদের সামনে করা হয়েছে। আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা সভার জায়গা বারবার পরীক্ষা করে দেখেছেন। জেলা বিজেপি ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল এগারোটার পরে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বিমান নামবে। সেখান থেকে চপারে প্রধানমন্ত্রী সভায় আসবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চে থাকার কথা জেলার ৯ প্রার্থী ও রাজ্য ও জেলা নেতাদের। প্রধানমন্ত্রীর সঙ্গে যারা থাকবেন বা যারা তাকে স্বাগত জানাবেন তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষা নেগেটিভ হলেই তবে প্রধানমন্ত্রীর পাশে থাকার অনুমতি মিলবে। জেলা বিজেপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রী জনসভায় ৫ লক্ষ মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। এদিন আসানসোলের সভা শেষ করে উত্তরবঙ্গ উড়ে যাবেন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এদিনের দ্বিতীয় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।