ASANSOLBengali NewsPoliticsPOLL 2021

মলয় ঘটকের সমর্থনে শিক্ষকদের মিছিল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :রবিবার আসানসোল কোর্টের ঘড়ি মোড়ের সামনে থেকে আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী মলয় ঘটকের সমর্থনে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটি ও প্রাথমিক শিক্ষক কমিটির পক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়।

এই পদযাত্রায় প্রধানত উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায়, ডাঃ কলিমুল হক, সুজাত হুসেন, উদাস চক্রবর্তী, সুমিত রায়, আদিত্য কোনার, রামপ্রকাশ ভট্টাচার্য, মুকেশ ঝা, গান্ধী প্রসাদ ননিয়া, দীপিকা রাই, সুদেষ্ণা সরকার, মহেশ বিন্দ, হিমাদ্রি শেখর পাত্র, রাজেশ সামন্ত, বিভিন্ন বিদ্যালয়ের অধ্যক্ষ এবং সংগঠনের কয়েকশ শিক্ষক। মিছিলটি বুধা জল ট্যাঙ্কের কাছে সমাপ্ত হয়।

advt election

এই উপলক্ষে, রাজীব মুখার্জি মমতা বন্দ্যোপাধ্যায়কে পর পর তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান এবং মলয় ঘটককে জেতানোর আহ্বান জানান। বর্ধমানের প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ূন কবির এবং সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ আফরোজও এই শিক্ষকদের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন।

Leave a Reply